আগরতলায় ষোলটি সিটি বাসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে ১৩ই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট ৷৷ আগামী ১৩ আগস্ট থেকে রাজধানী আগরতলা শহর এলাকায় চালু হচ্ছে সিটি বাস৷ এদিন পরিবহণ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ত্রিপুরা সড়ক পরিবহণ নিগমের কৃষ্ণনগরস্থিত প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সিটি বাস সার্ভিসের আনুষ্ঠানিক সূচনা করবেন৷ রাজধানী আগরতলা শহর এলাকায় সিটি বাস সার্ভিস চালু করার দাবি দীর্ঘদিনের৷ বাম আমলে কেন্দ্রীয় আর্থিক আনুকূল্যে সিটি বাস চালুর জন্য বাস ক্রয় করা হয়েছিল৷

লক্ষ্যণীয় বিষয় হলো, ওইসব বাস সিটি এলাকায় চলাচলের বদলে অন্যান্য রুটে চালানো হচ্ছিল৷ সরকার পরিবর্তনের পর পরিবহণ ব্যবস্থার খোলনলচে পাল্টে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ মোটরস্ট্যান্ড গুলিকে সিন্ডিকেটবাজদের হাত থেকে ইতিমধ্যেই মুক্ত করে সমস্ত দায়দায়িত্ব ত্রিপুরা সড়ক পরিবহণ নিগমের হাতে তুলে দেওয়া হয়েছে৷ নিগমের অধীনে আগরতলা শহর এলাকায় সিটি বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে৷ প্রথম পর্যায়ে আগামী ১৩ আগস্ট ১নং এবং ৩নং রোডে, সিটি বাস সার্ভিস চালু হচ্ছে৷ ১নং রোড হল বটতলা থেকে রানিরবাজার এবং ৩নং রোড হল বিশ্ববিদ্যালয় থকে জিবি বাজার৷ দুটি রোডে প্রথম পর্যায়ে মোট ১৬টি বাস চলাচল করবে৷

সকাল সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত সিটি বাস চলাচল করবে৷ এর মধ্যে রয়েছে এসি এবং নন এসি বাস৷ যাত্রী ভাড়াও নির্ধারণ করা হয়েছে৷ সর্বনিম্ন ৮ টাকা থেকে সর্বোচ্চ ১৭ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে৷ ত্রিপুরা সড়ক পরিবহণ নিগমের চেয়ারম্যান শুক্রবার সাংবাদিক সম্মেলনে জানান, আগামী ১৩ আগস্ট পরিবহণ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সিটি বাস সার্ভিসের আনুষ্ঠানিক সূচনা করবেন৷ দ্বিতীয় পর্যায়ে দুর্গা পুজার আগেই আরও ৪০টি বাস চলাচল শুরু হবে বলেও নিগমের চেয়ারম্যান দীপক কুমার মজুমদার জানিয়েছেন৷ সিটি বাস সার্ভিস চালু হলে যাত্রী সাধারণের যাতায়াত অনেকটাই সুখকর হবে বলে মনে করছেন অনেকেই৷ ১৫ মিনিট পরপর এই বাস চলাচল করবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *