খুব শীঘ্রই ১১৯৫টি শিক্ষক পদে নিয়োগপত্র ছাড়বে দপ্তর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট৷৷ রাজ্য সরকার খুব শীঘ্রই ১১৯৫ জন শিক্ষক পদে নিয়োগপত্র ছাড়তে চলেছে৷ গত বছর টেট, এসটিপিজিটি এবং এসটিজিটি উত্তীর্ণদের মধ্যে থেকে এই নিয়োগপত্র দেবে শিক্ষা দপ্তর৷ দপ্তর ৬২৫টি এসটিজিটি, ৭৫টি এসটিপিজিটি এবং ৪৯৫টি টেট শিক্ষকের শূণ্যপদ পূরণের উদ্যোগ নেওয়া হবে চলতি বছরে৷

মঙ্গলবার মহাকরণে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এই সংবাদ জানিয়ে বলেন, দপ্তরকে বলা হয়েছে এসটিজিটির ৬২৫টি শূণ্যপদ পূরণ করার জন্য৷ এর মধ্যে রয়েছে ইউআর ৩০৮, এসসি ১০১, এসটি ১৮৪, পিএইচ ১৯ এবং ইএসএম ক্যাটাগরির ১৩টি পদ৷ ১৪৪৭ টি আবেদনের মধ্যে ১০২২টি ইউআর, ২৮৯ এসসি, ১৩৬ এসটি, ২১ পিএইচ এবং ইএসএম ৫টি৷ তাছাড়া ১১৯১জন এসটিজিটি পরীক্ষায় বসে এবং উত্তীর্ণ হন ৭৪৩জন৷ এসটিপিজিটির ক্ষেত্রে ৭৫টি শূণ্যপদ রয়েছে৷ তাতে ২১জন আবেদন করেছিলেন৷ ১৯ জন পরীক্ষায় বসেন এবং ১৫জন কাট অফ মার্ক উত্তীর্ণ হন৷ এখন তাদের নথিপত্র পরীক্ষা নিরীক্ষার প্রক্রিয়া চলছে৷ তারপই খুব শীঘ্রই তাদের নিয়োগপত্র দেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী৷

শিক্ষামন্ত্রী আরও জানান, এসটিজিটি এবং এসটিপিজিটি ছাড়াও টেট-ওয়ানে ২১৭৪ এর মধ্যে ৩৫৮ এবং টেট-টুতে ২৭৬২ এর মধ্যে ৪৪১ জন উত্তীর্ণ হয়েছেন যা গত বছরের আগস্টে পরীক্ষা দিয়েছিলেন৷ এছাড়া গত ৪৯৫ জন শিক্ষককে নিয়োগপত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে৷ এর জন্য দপ্তর টিআরবিটিকে উত্তীর্ণ প্রার্থীদের নামের তালিকা দিতে বলেছে৷ সেখানে প্রয়োজন রয়েছে ইউজিটি ১৮০জন এবং জিটি ৩১৫জন৷ সেই সাথে গত ডিসেম্বরে টেট-ওয়ান এবং টেট-টু অনুষ্ঠিত হয়েছে৷ তাতে টেট ওয়ানে ২২৩০জন প্রার্থী আবেদন করেছিল, ১৮৯০ জন পরীক্ষা দিয়েছিলেন এবং ১৪৮জন উত্তীর্ণ হয়৷ অপরদিকে টেট টুতে ২৮৩৫ জন আবেদন করেছিলেন, ২৪৫৮জন পরীক্ষা দিয়েছিলেন এবং ২৩০জন উত্তীর্ণ হন৷ উত্তীর্ণ প্রার্থীদের সার্টিফিকেট পরীক্ষা নিরীক্ষা করার কাজ শেষ হয়েছে এবং এখন তাদের র্যাঙ্কিং তৈরীর প্রক্রিয়াও সমাপ্ত হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *