অকালেই মৃত্যু! প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, শোকস্তব্ধ রাজনৈতিক মহল

নয়াদিল্লি, ৬ আগস্ট (হি.স.): অত্যন্ত দুঃসংবাদ! প্রয়াত হলেন প্রাক্তন বিদেশমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেত্রী সুষমা স্বরাজ। মঙ্গলবার রাতে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রবীণ বিজেপি নেত্রী সুষমা স্বরাজ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হন প্রবীণ বিজেপি নেত্রী সুষমা স্বরাজ। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাঁকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এ নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের বহু চেষ্টা সত্বেও প্রাণে বাঁচানো সম্ভব হয়নি।

শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র মহিলা নেত্রীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিলেন সুষমা স্বরাজ। ষোড়শ লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও, সপ্তদশ লোকসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেননি। সুষমা স্বরাজ নিজেই ঘোষণা করেছিলেন, সপ্তদশ লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না তিনি। মাইক্রোব্লগিং সাইট টুইটারে অত্যন্ত সক্রিয় ছিলেন সুষমা স্বরাজ। বিদেশমন্ত্রী থাকাকালীন সর্বদাই তৎপরতার সঙ্গে প্রতিটি প্রশ্নের উত্তর দিতেন তিনি। মৃত্যুর আগেও টুইটারে সক্রিয় ছিলেন সুষমা স্বরাজ। জম্মু ও কাশ্মীর ইস্যুতে কেন্দ্রীয় সরকারের ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছিলেন তিনি। সুষমা স্বরাজের অকাল প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *