শিক্ষিক শিক্ষিকাদের জন্য করা হবে নির্দিষ্ট পোশাক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট৷৷ রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তর চিন্তাভাবনা করছে সুকলের শিক্ষক শিক্ষিকাদের জন্য নির্দিষ্ট পোশাক তথা ড্রেস কোড করতে৷ অন্যান্য পেশার লোকদের যেমন নির্দিশ্ঢ পোশাক রয়েছে, তেমনি শিক্ষক শিক্ষিকাদের জন্যও এমনটা করা প্রয়োজন বলে মনে করছে রাজ্য সরকার৷


একটি সূত্রে জানা গিয়েছে বিষেয়টি নিয়ে রাজ্য সরকার দীর্ঘদিন ধরেই চিন্তাভাবনা করছিল৷ বিভিন্ন স্টাডি রিপোর্ট পর্যালোচনা করে সরকার মনে করছে একটি নির্দিষ্ট পোশাকে যদি শিক্ষক শিক্ষিকারা সুকলে আসেন তাহলে ছাত্রছাত্রী এবং অভিভাবকরা আরও বেশী সাচ্ছন্দ অনুভব করবেন শিক্ষক শিক্ষিকাদের সাথে কথা বলতে৷

জানা গিয়েছে ইতিমধ্যেই দপ্তর প্রাথমিক স্তরের শিক্ষক শিক্ষিকাদের জন্য একরকম পোশাক, উচ্চ প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য অন্যরকম ও উচ্চামাধ্যমিক স্তরের সুকলের শিক্ষক শিক্ষিকাদের জন্য পৃথক ড্রেস কোড হবে৷ সূত্র মারফত জানা গিয়েছে, শিক্ষকদের জন্য থাকছে ফর্মাল শার্ট, পেন্ট, সুয়েটার, ব্লেজার (ডেনিম নয়), কলার যুক্ত শার্ট এবং শিক্ষিকাদের জন্য থাকছে শাড়ি, ব্লাউজ, সালোয়ার কামিজ এবং জুতো সহ চিরাচরিত পোশাক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *