নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট৷৷ চিরতরে বিদায় নিল কৌশিক৷ আর কোনদিন ফিরে আসবে না বন্ধুবান্ধব কিংবা আত্মীয়স্বজনের কাছে৷ কৌশিক ছিল এলাকায় খুবই পরিচিত যুবক৷ সে যে চিরতরে পৃথিবী থেকে চলে গেল৷ রেখে গেল অশ্রু ভেজা বন্ধু বান্ধব সহ স্ত্রী আর ফুটফুটে একটি মেয়েকে৷ তার ইচ্ছে ছিল মেয়েকে পড়াশুনা করিয়ে বড় করে তুলবে৷
![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/11/ACCIDENT.jpg)
তাইতো তেলিায়ামুড়া এলাকার খাইশামঙ্গল এলাকায় আসাম রাইফেলস ক্যাম্পের একটি বেসরকারী ইংরেজী মাধ্যম বিদ্যালয়ে পড়াশুনার জন্য ভর্তি করে মেয়েকে৷ মেয়ে ভালভাবে পড়াশুনা করছে৷ কল্যাণপুরের বাতেখা গ্রামে তার নিজস্ব বাড়ি হলেও সে কাজের সুবাদে থাকত আগরতলা পিসির বাড়িতে৷ শনিবার দুপুর নাগাদ আগরতলা দূর্গাবাড়ি এলাকার সন্নিকটে একটি বালু বোঝাই গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়৷ সাথে সাথে পথ চলতি লোকেরা তাকে উদ্ধার করে জিবিতে নিয়ে গেলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেনে৷ ময়না তদন্ত শেষে রবিবার তার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷ মৃতদেহ কল্যাণপুরে নিয়ে আসা হলে গভীর শোকের ছায়া নেমে আসে৷