নলবাড়িতে দুর্ঘটনাগ্রস্ত বোলেব্যম দলের গাড়ি, হত দুই, নিহতের ভাই-সহ আহত ২৪, সংকটজনক তিন

নলবাড়ি (অসম), ৫ আগস্ট (হি.স.) : এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন দুই বোলেব্যম পুণ্যার্থী। ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৪ জন। এঁদের মধ্যে দুজন নিহত ব্যক্তি সহদর-ভাই। ঘটনা রবিবার মধ্যরাতে নলবাড়ি জেলা সদরের বড়কুড়া এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে সংঘটিত হয়েছে। নিহত শিবভক্তদের দীপক চৌহান ওরফে শ্রীনাথ (৩২) এবং সঞ্জীব বিশ্বাস বলে শনাক্ত করা হয়েছে। এদিকে তিন আহত সঞ্জীব মিশ্র, জগত ডেকা এবং নিরঞ্জন দাসকে সংকটজনক অবস্থায় গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের নলবাড়ির শহিদ মুকুন্দ কাকতি সিভিল হাসপাতালে ভরতি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।


প্রাপ্ত খবরে প্রকাশ, দুর্ঘটনাগ্রস্ত বোলেব্যম পুণ্যার্থীরা রবিবার রাত প্রায় ৯-টা নাগাদ মঙ্গলদৈ জেলা সদরের প্রফুল্লনগর এলাকার গেরিমারি থেকে একটি মিনি ট্রাকে করে যাত্রা করেছিলেন। উদ্দেশ্য ছিল শ্রাবণী সোমবার ধুবড়ির মহামায়া মন্দিরে প্রতিষ্ঠিত জাগ্রত শিবের মাথায় জল ঢালবেন। কিন্তু দীর্ঘ রাস্তা অতিক্রম করে নলবাড়ির বড়কুড়া এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার শিকার হন শিবভক্ত বোলেব্যমের দল।


প্রসঙ্গত বোলেব্যম দলে ছিলেন একই পরিবারের তিন ভাই। তাঁরা দীপক চৌহান (মৃত), তাঁর দাদা দিনা চৌহান এবং ছোটভাই প্ৰেম চৌহান। দিনা ও প্রেম আহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের। জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়ি চালাচ্ছিলেন দীপক চৌহান নিজে।
এ ঘটনার পর মঙ্গলদৈয়ের প্ৰফুল্লনগর গেরিমারি শোকাকুল হয়ে পড়েছে। বৃহত্তর প্ৰফুল্লনগরের সব দোকানপাট বন্ধ। জায়গায় জায়গায় শোকাহত মানুষের জটলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *