সাদা পতাকা দেখিয়ে দেহ নিয়ে যান, পাকিস্তানকে বলল ভারত

শ্রীনগর, ৪ আগস্ট (হি.স.) : কেরান সেক্টরে বর্ডার অ্যাকশন টিমের সদস্যদের দেহ নিয়ে যেতে বলল ভারত। রবিবার এমনই জানানো হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে।


শনিবার কেরান সেক্টারে পাকিস্তানের বর্ডান অ্যাকশন টিমের সদস্যরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। তাদের সঙ্গে ছিল পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা। কিন্তু ভারতীয় সেনাবাহিনী সজাগ থাকায় অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়। খতম করা চার বর্ডান অ্যাকশন টিমের সদস্যদের। এছাড়াও নিকেশ করা হয়েছে একাধিক জঙ্গিকে। নিয়ন্ত্রণ রেখায় তাদের পড়ে থাকা দেহগুলি পাকিস্তান সরকারকে ফেরত নিয়ে যেতে বলেছে ভারত। সাদা পতাকা দেখিয়ে দেহ নিয়ে যাওয়ার প্রস্তাব পাকিস্তানকে দেওয়া হয়েছে। কিন্তু এই বিষয়ে কোনও মন্তব্য পাকিস্তান প্রশাসন করেনি। কর্নেল রাজেশ কালিয়া জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরে শান্তি বিঘ্নিত করার জন্য পাকিস্তান মরিয়া হয়ে উঠেছে। এমনকি অমরনাথ যাত্রীদেরও লক্ষ্য করে হামলা চালানোর চক্রান্ত করা হয়েছিল। রবিবার ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হয় জম্মু কাশ্মীরের কেরান সেক্টরে শনিবার যে অনুপ্রবেশ ব্যর্থ করা হয়েছিল, তাতে সেনার পক্ষ থেকে বোফর্স হাউইৎজার ব্যবহার করা হয়৷


প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র কলোনেল রাজেশ কালিয়া জানান, পিওকে বা পাক অধিকৃত কাশ্মীরে গড়ে ওঠা জঙ্গি ঘাঁটির ওপরে শনিবার একাধিক হামলা চালিয়েছে ভারতীয় সেনা৷ আর এই ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে বফর্স কামান৷ তবে শুধু জঙ্গি ঘাঁটিগুলিকেই টার্গেট করেছিল সেনা৷ অন্যান্য ক্ষয়ক্ষতির কোনও খবর নেই৷ রবিবার ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হয় জম্মু কাশ্মীরের কেরান সেক্টরে শনিবার যে অনুপ্রবেশ ব্যর্থ করা হয়েছিল, তাতে সেনার পক্ষ থেকে বোফর্স হাউইৎজার ব্যবহার করা হয়৷


প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র কলোনেল রাজেশ কালিয়া জানান, পিওকে বা পাক অধিকৃত কাশ্মীরে গড়ে ওঠা জঙ্গি ঘাঁটির ওপরে শনিবার একাধিক হামলা চালিয়েছে ভারতীয় সেনা৷ আর এই ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে বফর্স কামান৷ তবে শুধু জঙ্গি ঘাঁটিগুলিকেই টার্গেট করেছিল সেনা৷ অন্যান্য ক্ষয়ক্ষতির কোনও খবর নেই৷ কেরান সেক্টরে অনুপ্রবেশ রোখার পাশাপাশি বারামুল্লা এবং সোপিয়ানে চার জঙ্গিকে নিকেশ করা হয়েছে। সম্প্রতি উপত্যকার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র, গুলি, পাকিস্তানের ছাপ মারা স্নাইপার রাইফেলস, আইইডি, মাইন বাজেয়াপ্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *