![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/10/indian-army-1.jpg)
শ্রীনগর, ২ আগস্ট (হি. স.) : “নিয়ন্ত্রণরেখায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং বেশিরভাগই শান্তিপূর্ণ”, শ্রীনগরে শুক্রবার এক যুগ্ম সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করলেন চিনার কর্পস কমান্ডার কে জে এস ধিলন। বৈঠকে জম্মু ও কাশ্মীর পুলিশের আইজি (ইন্সপেক্টর জেনারেল) এস পি পানি জানিয়েছেন, উপত্যকায় বিশেষত পুলওয়ামা ও শোপিয়ান অঞ্চলে আইইডি বিস্ফোরণ আটকাতে ১০টিরও বেশি গুরুত্বপূর্ণ অভিযান চালানো হয়েছে। পাকিস্তানকে কাশ্মীরের শান্তি বিঘ্নিত করতে দেবে না সেনা, বলেও জানিয়েছেন কমান্ডার কে জে এস ধিলন।
জম্মু ও কাশ্মীরের ডিজিপি (ডিরেক্টর জেনারেল অফ পুলিশ) দিলবাগ সিং এবং সিআরপিএফ-এর এডিজি (অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল) জুলফিকার হাসানের সঙ্গে এদিন একটি যুগ্ম সাংবাদিক বৈঠক করেন চিনার কর্পস কমান্ডার কে জে এস ধিলন। ধিলনের কথায়, “সন্ত্রাসবাদী নেতৃত্বের বেশিরভাগকেই খতম করা হয়েছে, তবে এখনও কিছু কিছু অঞ্চলে তারা সক্রিয় রয়েছে।” তাঁর অভিযোগ, “সন্ত্রাসবাদীদের গোপন ঘাঁটিতে তল্লাশি চালিয়ে পাকিস্তানে তৈরি ল্যান্ডমাইন উদ্ধার করা হয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে, কাশ্মীরে সন্ত্রাস ছড়াতে সরাসরি যুক্ত রয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। বিষয়টিকে কোনও মতেই প্রশ্রয় দেওয়া হবে না।” এদিনের বৈঠকে তিনি পাকিস্তানের স্ট্যাম্পযুক্ত ওই ল্যান্ডমাইনটির ছবিও দেখান।
উল্লেখ্য, প্রায় এক সপ্তাহ আগে জম্মু ও কাশ্মীরে ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হয়েছে। আপাতত তারা নিজেদের নির্দিষ্ট জায়গায় বহাল রয়েছে। এ প্রসঙ্গে বৈঠকে ডিজিপি দিলবাগ সিং জানান, “জঙ্গিদের দ্বারা হিংসার ঘটনার মাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এমন তথ্য আমরা পেয়েছি। সুতরাং, আমরা বাহিনীকে শক্তিশালী করার চেষ্টা করেছি। এছাড়াও, আমাদের বলা হয়েছে যাতে সৈন্যরা বিশ্রামের সময় পান। কিন্তু, প্রয়োজন অনুসারে প্রচুর সংখ্যক সেনা মজুত থাকতে হবে।” চিনার কর্পস কমান্ডার কে জে এস ধিলন জানিয়েছেন, অমরনাথ যাত্রাপথ ধরে সেনাবাহিনী একটি বিশাল পরিমাণ সন্ত্রাসী আয়োজনের সন্ধান পেয়েছে যার মধ্যে একটি মার্কিন এম-২৪ স্নাইপার রাইফেল এবং একটি পাকিস্তানি অর্ডিন্যান্স কারখানায় তৈরি একটি ল্যান্ডমাইনও রয়েছে।