মোগা (পঞ্জাব), ৩ আগস্ট (হি.স.): বাকরুদ্ধকর ঘটনা ঘটল পঞ্জাবের মোগা জেলায়! বাবা-মা ও ঠাকুমা-সহ পরিবারের পাঁচজন সদস্যকে নৃশংসভাবে হত্যা করল বছর ২৮-এর একজন যুবক| পুলিশের অনুমান, বছর ২৮-এর ওই যুবক পরিবারের সকলকে খুন করার পর নিজেও আত্মঘাতী হয়েছে| শনিবার ভোররাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মোগা জেলার বাঘাপুরানা থানার অন্তর্গত নাথুওয়াল গার্বি গ্রামে| শনিবার ভোররাতেই নাথুওয়াল গার্বি গ্রামের একটি বাড়ি থেকে একই পরিবারের ছ’জন সদস্যের দেহ উদ্ধার করেছে পুলিশ| নিহতদের নাম হল, আত্মঘাতী যুবকের বাবা মণজিত্ সিং (৫৫), মা বিন্দের কৌর (৫০), বোন অমণজিত্ কৌর (৩৩), ঠাকুমা গুরদীপ কৌর (৭০) এবং অমণজিতের মেয়ে (সন্দীপের ভাইঝি) মনীত কৌর (৩)| পরিবারের পাঁচজন সদস্যকে খুন করার পর আত্মঘাতী হয়েছে বছর ২৮-এর যুবক সন্দীপ সিং ওরফে সানি| সন্দীপের গুলিতে গুরুতর জখম হয়েছেন তাঁর দাদু গুরুচরণ সিং|
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, শুক্রবার রাতে অথবা শনিবার ভোররাতে বাবা-মা, ঠাকুমা, বোন ও ভাইঝিকে গুলি করে হত্যা করেছে সন্দীপ নামে ওই যুবক| গুলিবিদ্ধ হয়েছে সন্দীপের দাদুও| পরিবারের পাঁচজন সদস্যকে গুলি করে হত্যা করার পর সন্দীপ নিজেও আত্মঘাতী হয়েছে| ওই বাড়ি থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি| মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে| সেই রিপোর্ট হাতে পেলেই নিশ্চিত ভাবে কিছু জানা সম্ভব হবে বলে মনে করছে পুলিশ| বন্দুক কোথা থেকে পেল সন্দীপ, তাও খতিয়ে দেখছে পুলিশ| প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, কোনও এক আত্মীয়ের বাড়ি থেকে বন্দুক চুরি করে এই হত্যালীলা চালিয়েছে সন্দীপ|