নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট৷৷ প্রায় চল্লিশ লক্ষ টাকা মূল্যের ২০ হাজারটি নেশার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ধলাই জেলার আমবাসা পুলিশ৷ এর সঙ্গে আটক করা হয়েছে তিন যুবককে৷ শুক্রবার এ তথ্য দিয়ে আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক আশিস দাশগুপ্ত জানান, গতকাল বিকেলে গোপন খবরের ভিত্তিতে আমবাসা থানা এলাকার সাধুটিলায় অসম-ত্রিপুরা ৮ নম্বর জাতীয় সড়কে পুলিশ টিআর ০১ এভি ৬২৯৬ নম্বরের একটি গাড়ি আটকে তাতে তল্লাশি চালানো হয়৷
![](https://jagarantripura.com/wp-content/uploads/2018/11/15001500-5b429a6785f04b90b0ab3322dd799463-handcuffs-920c.jpg)
তালশিতে গাড়ি থেকে প্রচুর পরিমাণেৎ ওই ইয়াবা ট্যাবলেটগুলি উদ্ধার করেন পুলিশের অভিযানকারীরা৷ সূত্রটি জানিয়েছে, কয়েকটি প্যাকেটে রাখা ছিল নেশার ট্যাবলেটগুলি৷ পুলিশ তাদের আটক করে গাড়ি-সহ থানায় নিয়ে আসে৷ ধৃত তিন জনের নাম নিজাম, জসিম এবং শাজাহান৷ এই তিন যুবকের বাড়ি সিপাহিজলা জেলার সোনামুড়া এলাকায়৷
থানায় এগুলি গুণে দেখায় যায় মোট ২০ হাজার ট্যাবলেট রয়েছে৷ উদ্ধারকৃত নেশা সামগ্রীর বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকার বেশি বলে আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক আশিস দাশগুপ্ত জানান৷ তিনি জানান, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য তাঁরা পেয়েছেন৷ তদন্তের স্বার্থে এগুলো খোলসা করা যাবে না, জানান এসডিপিও দাশগুপ্ত৷ আজ তাদের আদালতে পেশ করা হয়েছে৷