মধ্যস্থতাকারীদের রিপোর্ট নিষ্ফলা, ৬ আগস্ট থেকে নিয়মিত হবে অযোধ্যা মামলার শুনানি

নয়াদিল্লি, ২ আগস্ট (হি.স.): অযোধ্যার রাম জন্মভূমি-বাবরি মসজিদ জমি বিবাদ মামলার চূড়ান্ত নিষ্পতি অর্জন করতে সক্ষম হয়নি মধ্যস্থতাকারী প্যানেল| সুপ্রিম কোর্টের মতে, মধ্যস্থতাকারীদের স্টেটাস রিপোর্ট নিষ্ফলা| তাই নিয়মিত হবে অযোধ্যা মামলার শুনানি| শুক্রবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানিয়েছেন, আগামী ৬ আগস্ট থেকে নিয়মিত হবে অযোধ্যা জমি বিবাদ মামলার শুনানি|

অযোধ্যা জমি বিবাদ মামলায় বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টে স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে মধ্যস্থতাকারীদের প্যানেল| মধ্যস্থতাকারীদের রিপোর্টকে ‘নিষ্ফলা’ আখ্যা দিয়ে শুক্রবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানিয়েছেন, ‘মধ্যস্থতাকারীদের রিপোর্ট জমা পড়েছে আমাদের কাছে| চূড়ান্ত নিষ্পতি অর্জন করতে সক্ষম হয়নি মধ্যস্থতাকারী প্যানেল| ৬ আগস্ট থেকে শুরু হবে শুনানি, শুনানি হবে নিয়মিত|’

উল্লেখ্য, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ধ্বংস করে দেওয়া হয় ষোড়শ শতাব্দীর বাবরি মসজিদ| চলতি বছরের ৮ মার্চ অযোধ্যা জমি বিবাদ মামলার নিষ্পতির জন্য তিন সদস্যের মধ্যস্থতাকারী প্যানেল গঠন করেছিল সুপ্রিম কোর্ট| সুপ্রিম কোর্টে অবসরপ্রাপ্ত বিচারপতি ইব্রাহিম খালিফুল্লার নেতৃত্বাধীন ওই প্যানেলের অন্য দুই সদস্য হলেন ধর্মগুরু শ্রী শ্রী রবিশঙ্কর এবং বর্ষীয়ান আইনজীবী শ্রীরাম পঞ্চু| গত ১৮ জুলাই অযোধ্যা জমি বিবাদ মামলায় মধ্যস্থতা প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য মধ্যস্থতাকারী প্যানেলকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, পাশাপাশি ৩১ জুলাই পর‌্যন্ত মধ্যস্থতার সমস্ত অগ্রগতি রিপোর্ট আকারে শীর্ষ আদালতে জমা দিতে বলেছিল সর্বোচ্চ আদালত| সেই মতো বৃহস্পতিবার শীর্ষ আদালতে স্টেটাস রিপোর্ট জমা দেয় মধ্যস্থতাকারী প্যানেল| কিন্তু, মধ্যস্থতাকারী প্যানেলের রিপোর্টকে ‘নিষ্ফলা’ আখ্যা দিল সুপ্রিম কোর্ট|