আভ্যন্তরীণ সুরক্ষার স্বার্থেই জম্মু ও কাশ্মীরে অতিরিক্ত সুরক্ষা বাহিনী মোতায়েন : স্বরাষ্ট্রমন্ত্রক

নয়াদিল্লি, ২ আগস্ট  (হি.স.): আভ্যন্তরীণ সুরক্ষার স্বার্থেই জম্মু ও কাশ্মীরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সুরক্ষা বাহিনী| শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে এমনই জানা গিয়েছে| ভূস্বর্গে বাড়ানো হচ্ছে নিরাপত্তা| ১০ হাজার জওয়ান পাঠানোর পর জম্মু ও কাশ্মীরে আরও আধা সেনা পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার, এমনই শোনা যাচ্ছে| স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর, আভ্যন্তরীণ সুরক্ষার স্বার্থেই জম্মু ও কাশ্মীরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী| তাছাড়া এই সমস্ত বিষয়গুলি পাবলিক ডোমেনে আলোচনা করার মতো বিষয়বস্তু নয়| 

অতিরিক্ত সুরক্ষা বাহিনী মোতায়েন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর, সপ্তাহখানেক আগে ১০০ কোম্পানি জওয়ান মোতায়েন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল| সেই সমস্ত জওয়ানরা গন্তব্যে পৌঁছনোর প্রক্রিয়া চলছে| আর তাই গুজব ছড়াচ্ছে যে, অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হচ্ছে| স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের আরও খবর, আভ্যন্তরীণ সুরক্ষা, প্রশিক্ষণের প্রয়োজনে এবং আধা সামরিক বাহিনীর বিশ্রামের জন্য জওয়ানদের রোটেশন ও মোতায়েন করা ধারাবাহিক ও গতিশীল প্রক্রিয়া| যদিও, কাশ্মীর উপত্যকার সাম্প্রতিক পরিস্থিতির কথা বিচার করে ভারতীয় বায়ুসেনা ও সেনাবাহিনীর অ্যালার্ট রেখেছে ভারত সরকার|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *