রাঁচি, ৩১ জুলাই (হি.স.) : রাজনীতিতে যাওয়া স্বয়ংসেবকদের এমন কাজ করা উচিত, যাতে করে সমাজ লাভবান হয়। আমরা সমাজের সঙ্গে রয়েছি। আর সমাজে বিজেপিও রয়েছে। মঙ্গলবার রাতে ঝাড়খন্ডের রাঁচিতে এমনই জানিয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরসঙ্ঘচালক ডাঃ মোহন ভাগবত।
![](https://jagarantripura.com/wp-content/uploads/2017/01/Mohan-Bhagwat.jpg)
ওইদিন রাতে রাঁচি পৌঁছিয়ে বিভাগ সঙ্ঘচালক বিবেক ভসীনের বাসভবনে রাঁচি আরএসএসের কার্যকর্তা আগ স্বয়ংসেবকদের সঙ্গে বৈঠক বসেন। বৈঠক চলাকালীন সঙ্ঘের সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর বিশেষ জোর দেন তিনি। সঙ্ঘের শাখাগুলি বিস্তার হওয়া দরকার। শাখাগুলিতে মিত্রতা, আত্মীয়তা আর গুণবত্তা উপর গুরুত্ব দিতে হবে। জাতিপাত নির্বিশেষ সঙ্ঘ সমাজকে জোড়ে। সঙ্ঘের মধ্যে রাম ও ভরত মতো ভালবাসা রয়েছে। এট বলা সোজা কিন্তু করে দেখানো কঠিন। আত্মীয়তা বৃদ্ধি করার জন্য সঙ্ঘে বিভিন্ন বিষয় নিয়ে আলাপচারিতা হয়। সঙ্ঘ সব সময় রাষ্ট্র ও সমাজ নির্মাণকে মাথায় নিয়ে চলে। স্বয়ংসেবকদের উপদেশ দিয়ে মোহন ভাগবত জানিয়েছেন, সেবা ও সম্পর্কের ভাবনা নিয়ে চলা উচিত। স্বয়ংসেবক দেয়, কিছু নেয় না। কোনও কিছু পাওয়ার জন্য সে সঙ্ঘে আসে না। স্বয়ংসেবক হওয়াটা একটা সাধনা।