পঞ্চায়েত নির্বাচনে অধিকাংশ আসনে ফুটেছে পদ্মফুল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই৷৷ পঞ্চায়েত নির্বাচনেও ত্রিপুরায় বিজেপির জয়জয়কার হয়েছে৷ এখনও সব আসনে ফলাফল ঘোষণা হয়নি৷ তবে, অধিকাংশ আসনে বিজেপি প্রার্থী জয়লাভ করেছে৷ রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে এখন পর্যন্ত গ্রাম পঞ্চায়েতে ৩টি কংগ্রেস এবং পঞ্চায়েত সমিতিতে ১টি নির্দল প্রার্থী জয়লাভ করেছে৷ বাকি আসনে বিজেপি-র আধিপত্য আবারও প্রমাণিত হয়েছে৷


আজ সকাল ৮টা থেকে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে গণনা শুরু হয়েছে৷ সারা রাজ্যে ৩১টি গণনা কেন্দ্রে গণনা হচ্ছে৷ রাজ্য নির্বাচন কমিশনের সচিব প্রসেঞ্জিত ভট্টাচার্য্য জানিয়েছেন, আজ গভীর রাত পর্যন্ত গণনা চলবে৷ এমনকি, পুরো গণনা সমাপ্ত হতে আগামীকাল সন্ধ্যা হয়ে যাবে৷ কারণ, প্রচুর ভোট গণনা এখনও বাকি রয়েছে৷ তাছাড়া, রিটার্নিং অফিসার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা না করা পর্যন্ত নিশ্চিতভাবে বলা সম্ভব নয়৷ তিনি জানান, এখন পর্যন্ত ৫৯টি গ্রাম পঞ্চায়েতে ৫৬টি বিজেপি ও ৩টি কংগ্রেস, ১৫টি পঞ্চায়েত সমিতিতে ১৪টি বিজেপি ও ১টি নির্দল এবং ৪৮টি জিললা পরিষদে সবকটি বিজেপি জয়ী হয়েছে৷


এদিকে, জেলাভিত্তিক প্রাপ্ত খবরে নির্বাচনের ফলাফলের আরো তথ্য মিলেছে৷ পঞ্চায়েত নির্বাচনে পশ্চিম জেলার পুরাতন আগরতলা ব্লকের জিলা পরিষদের ৩টি আসনের ভোট গণনায় বিজেপি প্রার্থী শিউলি দাস (সিনহা), কৃষ্ণজিৎ দাস এবং সুুধাংশু ভট্টাচার্য বিজয়ী হয়েছেন৷ এছাড়া পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের জিরানীয়া ব্লকের ২টি আসনের মধ্যে ৭ নং আসনে বিজেপি প্রার্থী বর্ণালী দেব, ৮ নং আসনে বিজেপি প্রার্থী রেখা দাস (কর্মকার) জয়ী হয়েছেন৷


এদিকে, সোনামুড়া মহকুমার কাঁঠালিয়া ব্লকে পঞ্চায়েত সমিতির দুইটি আসন এবং জিলা পরিষদের দুইটি আসনে নির্বাচন হয়৷ পঞ্চায়েত সমিতির ১ নং আসনে বিজেপি প্রার্থী মনিকা বেগম জয়ী হন৷ কাঁঠালিয়া পঞ্চায়েত সমিতির ৪ নং আসনে বিজেপি প্রার্থী শ্রীদাম শীল জয়ী হয়েছেন৷ কাঁঠালিয়া ব্লকের অন্তর্গত সিপাহীজলা জিলা পরিষদের ১২ নং আসনে বিজেপি প্রার্থী রতন দাস বিজয়ী হয়েছেন৷ জিলা পরিষদের ১৩ নং আসনে বিজেপি প্রার্থী মায়া রাণী দেবনাথ বিজয়ী হয়েছেন৷


ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সাতচাঁদ ব্লকের দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের ৩টি আসনেই বি জে পি প্রার্থীগণ জয়লাভ করেছেন৷ জিলা পরিষদের ১৪ নং আসনে বি জে পি প্রার্থী কাকলি দাস (দত্ত), ১৫ নং আসনে বি জে পি প্রার্থী দেবাশিষ মজুমদার এবং ১৬ নং আসনে বি জে পি প্রার্থী কণা দে জয়লাভ করেছেন৷
এদিকে, ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে জিরানীয়া ব্লকের বড়জলা বীণাপানি পঞ্চায়েতের ৩, ৪, ৫ ও ৭ নং আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীগণ জয়ী হয়েছেন৷ এই ব্লকের হরিজয় চৌধুরী গ্রাম পঞ্চায়েতের ৬ নং আসনেও ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিজয়ী হন৷


জিরানীয়া ব্লকের অন্তর্গত পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ৭নং আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বর্ণালী দেব, ৮নং আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী রেখা দাস (কর্মকার) জয়ী হয়েছেন৷
এদিকে, জিলা পরিষদ নির্বাচনে বিশালগড় আর ডি ব্লকের অন্তর্গত ৫টি আসন ও চড়িলাম ব্লকের ২টি আসন রয়েছে৷ এই ৭টি আসনের মধ্যে বিশালগড় ব্লকে ১,২,৩ এবং ৪নং আসনে ও চড়িলাম ব্লকের ২টি আসনে বি জে পি প্রার্থীগণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন৷ এর মধ্যে জিলাপরিষদের ৫নং আসনে বি জে পি প্রার্থী দিলীপ কুমার দাস জয়লাভ করেছেন৷ আজ বিশালগড় আর ডি ব্লক কার্যালয়ের গণনা কেন্দ্রে সকাল ৮টা থেকে ১৪টি টেবিলে ভোট গণনা শুরু হয়৷ চড়িলাম ব্লকের ত্রিস্তর পঞ্চায়েতে ১১টি গ্রাম পঞ্চায়েতের অধীনে ১২৫টি আসনে বি জে পি প্রার্থীগণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন৷ চড়িলাম পঞ্চায়েত সমিতির ১১টি আসনে বি জে পি প্রার্থীগণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন৷ বিশালগড় ব্লকের অন্তর্গত ৩৩টি গ্রাম পঞ্চায়েতের ৩৪৩টি আসনে ও পঞ্চায়েত সমিতির ১৫টি আসনে বি জে পি প্রার্থীগণ বিনা প্রতিদ্বদ্বিতায় বিজয়ী হন৷


তেপানীয়া আর ডি ব্লকের অন্তর্গত গোমতী জিলা পরিষদের ১, ২, ৩ এবং ৪ নং আসনে বি জে পি প্রার্থীগণ বিপুল ভোটে জয়লাভ করেছেন৷ ১ নং আসনে বি জে পি প্রার্থী টিটন পাল, ২ নং আসনে বি জে পি প্রার্থী পুতুল দাস (মণ্ডল), ৩ নং আসনে বি জে পি প্রার্থী স্বপন অধিকারি এবং ৪ নং আসনে বি জে পি প্রার্থী শিবন দাস জয়ী হয়েছেন৷ উল্লেখ্য, তেপানিয়া পঞ্চায়েত সমিতির ১৩টি আসন এবং ব্লকের ১৯টি পঞ্চায়েতের ১৯৫টি আসনে বি জে পি প্রার্থীগণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন৷
সিপাহীজলা জেলার অন্তর্গত নলছড় ব্লকে জিলা পরিষদের ৯ নং আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বেলা দেবনাথ জয়ী হয়েছেন৷ তাছাড়া নলছড় পঞ্চায়েত সমিতির ৯ নং আসনে নির্দল প্রার্থী চন্দন দেবনাথ জয়ী হয়েছেন৷ নলছড় ব্লকের আর ও সঞ্জিব চাকমা এ তথ্য জানান৷


ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে শান্তিরবাজার মহকুমার জোলাইবাড়ি ও বোকাফা ব্লকের অন্তর্গত দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের ৪টি আসনের মধ্যে জোলাইবাড়ি ব্লকের অন্তর্গত দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের ১১ নং আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী সুুভাষ নন্দী, ১২ নং আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী সুুমন চন্দ্র দাস, ১৩ নং আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী রুমা বৈদ্য পাল এবং বোকাফা ব্লকের অন্তর্গত দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের ৭ নং আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী মন্দিরা মজমদার দাস জয়ী হয়েছেন৷ উল্লেখ্য, জোলাইবাড়ি ব্লকের ১৪টি গ্রাম প’ায়েতের ১৪০টি আসনে এবং পঞ্চায়েত সমিতির ১১টি আসনে পূর্বেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীগণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন৷ অপরদিকে, বোকাফা ব্লকের ৮টি গ্রাম পঞ্চায়েতের ৮০টি আসনে এবং পঞ্চায়েত সমিতির ৯টি আসনে ইতিপূর্বেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীগণ বিনা প্রতিদ্বদ্বিতায় জয়ী হয়েছেন৷ জোলাইবাড়ি এবং বোকাফা ব্লকের রিটার্নিং অফিসার এই সংবাদ জানিয়েছেন৷


এদিকে, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তেলিয়ামুড়া আর ডি ব্লকের অন্তর্গত খোয়াই জিলা পরিষদের ১০ ও ১২ নং আসনে ভোট গণনা সম্পন্ন হয়েছে৷ খোয়াই জিলা পরিষদের ১০ নম্বর আসনে বি জে পি প্রার্থী শেখর কুমার দাস এবং ১২ নম্বর আসনে বি জে পি প্রার্থী সত্যেন্দ্র চন্দ্র দাস জয়ী হয়েছেন৷ তেলিয়ামুড়া আর ডি ব্লকের অন্তর্গত খোয়াই জিলা পরিষদের ৪টি আসনের মধ্যে ২টি আসনে পূর্বেই বি জে পি প্রার্থীগণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন৷ রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *