![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/10/Tripura-Police.jpg)
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই৷৷ কর্তব্যে গাফিলতি ও অবহেলার দায়ে এক মহিলা পুলিশ কর্মীকে বরখাস্ত করেছেন উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার৷ বরখাস্তকৃত পুলিশ কর্মীর নাম দীপাঞ্জনা সিনহা৷ তিনি উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর থানায় সাব-ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন৷
এ-বিষয়ে উত্তর ত্রিপুরার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, ২০০৮ সালে ঊনকোটি জেলায় দীপাঞ্জনা সিনহা সাব-ইন্সপেক্টর পদে যোগ দিয়েছিলেন৷ কিন্তু, চাকরির শুরুর দিন থেকে কোনও দায়িত্ব তিনি ঠিকমতো পালন করেননি৷ পুলিশ সুপারের কথায়, ঊনকোটি জেলা থেকে বদলি হয়ে উত্তর ত্রিপুরা জেলায় কাজে যোগ দেওয়ার সময় দীপাঞ্জনা সিনহা ১০টি মামলার তদন্ত সমাপ্ত করেননি৷ শুধু তা-ই নয়, ওই মামলাগুলি তিনি কাউকে হস্তান্তর না করেই উত্তর ত্রিপুরায় কাাজে যোগ দেন৷
ভানুপদবাবুর বক্তব্য, কর্তব্যে গাফিলতিতে এখানেই থেমে থাকেননি দীপাঞ্জনা সিনহার৷ উত্তর ত্রিপুরা জেলায় কর্মরত অবস্থায় তাঁকে আটটি মামলার তদন্তভার দেওয়া হয়েছিল৷ তার মধ্যে পাঁচটি অস্বাভাবিক মৃত্যুর মামলা ছিল৷ কিন্তু, একটি মামলারও তিনি তদন্ত করেননি৷ তাই তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল৷ পুলিশ সুপার ভীষণ বিরক্তি প্রকাশ করে বলেন, সাব-ইন্সপেক্টর দীপাঞ্জনা সিনহা কারণ দর্শানো নোটিশের জবাবও দেননি৷ তাই, তাঁর বিরুদ্ধে থানায় মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল৷ খবর পেয়ে তড়িঘড়ি তিনি ওই পাঁচটি অস্বাভাবিক মৃত্যুর মামলা অন্য আধিকারিকদের হস্তান্তর করেন৷
উত্তর ত্রিপুরার পুলিশ সুপার জানিয়েছেন, ওই মহিলা পুলিশ কর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্তেও দোষ প্রমাণিত হয়েছে৷ তিনি কখনওই দায়িত্ব পালনে যত্নশীল ছিলেন না৷ শুধু তা-ই নয়, মানুষের প্রতি পুলিশের দায়বদ্ধতা নিয়েও তিনি উদাসীন বলে মনে হয়েছে৷ তাই, পদের অপব্যবহার, গাফিলতি, কর্তব্যে অবহেলা এবং দায়িত্ব পালনে অবাধ্যতার জন্য সাব-ইন্সপেক্টর দীপাঞ্জনা সিনহাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে৷
ভানুপদবাবু বলেন, পুলিশ জনসাধারণের নিরাপত্তায় নিয়োজিত৷ তাই, পুলিশের প্রতি মানুষের অগাধ আস্থা থাকা খুবই জরুরি৷ কিন্তু, দায়িত্ব পালনে অবহেলা জনসাধারণের কাছে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ্ করে৷ তা কখনওই বরদাস্ত করা উচিত নয়৷ তাই, এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে৷ শুধু তা-ই নয়, আগামীদিনেও এভাবেই দায়িত্বহীন পুলিশ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, বলেন তিনি৷