রাজ্যসভায় পাশ ন্যাশনাল মেডিক্যাল কমিশন বিল

নয়াদিল্লি, ১ আগস্ট (হি.স.) : সংসদের নিম্নকক্ষ লোকসভার পর এবার উচ্চকক্ষ রাজ্যসভাতেও পাশ হল ন্যাশনাল মেডিক্যাল কমিশন বিল। বৃহস্পতিবার এআইএডিএমকের সদস্যদের ওয়াকআউট সত্বেও ধ্বনি ভোটে পাশ হয় বিলটি।
২৯ জুলাই ন্যাশনাল মেডিক্যাল কমিশন বিল ২০১৯ লোকসভায় পাশ হয়। বিলটি নিয়ে এদিন বিতর্কের সময় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, নিট ইতিমধ্যেই প্রাতিষ্ঠানিক সংস্থায় পরিণত হয়েছে। ১৩টি ভাষায় সংস্থাটি পরীক্ষাও নিয়েছে। ন্যাশনাল মেডিক্যাল কমিশন বিল পাশ হলে আগামী তিন বছরের মধ্যে প্রবেশিকা পরীক্ষা বাস্তবায়িত করা হবে। গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার জন্য গুলাম নবি আজাদকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। 

উল্লেখ করা যেতে পারে এদিন হর্ষ বর্ধন জানিয়েছেন, দেশের ডাক্তরি শিক্ষায় বড় ধরণের সংস্কার আনবে এই বিল। দুর্নীতিতে জর্জরিত মেডিক্যাল কাউন্সিল অফ ইণ্ডিয়ার (এমসিআই) অবলুপ্তি ঘটিয়ে নতুন সংস্থা গড়ে তোলা হবে। দুর্নীতি খতম করে দিয়ে বৃহদ হারে দেশজুড়ে ডাক্তারি শিক্ষায় আসন সংখ্যা বাড়ানো হবে। পাশাপাশি ডাক্তারি শিক্ষায় মান এবং বৃদ্ধি দুইটোই বজায় থাকবে। ডাক্তারি পড়ুয়া এবং চিকিৎসকদের জন্য কোনও ভাবেই অসুবিধা তৈরি করবে না এই বিল। উল্টে তাঁদের সহযোগিতা করতে এই বিল প্রণয়ন করা হয়েছে। দেশের সমস্ত চিকিৎসকদের আশ্বস্ত করে দিয়ে তিনি জানিয়েছেন, আমি যেহেতু নিজে চিকিৎসক তাই নিশ্চিত ভাবে বলতে পারি এই বিল কোনও ভাবেই কোনও চিকিৎসকদের বঞ্চিত করতে পারবে না। পাশাপাশি চিকিৎসকদের যে সকল অভিযোগ রয়েছে তাও মন দিয়ে শোনা হবে। এমনকি ইণ্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন কোনও দাবি থাকলে তাও যথাযথ ভাবে শোনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *