![](https://jagarantripura.com/wp-content/uploads/2017/10/mukul-roy.jpg)
নয়াদিল্লি, ১ আগস্ট (হি.স.) : প্রতারণা মামলায় তদন্তে সহযোগিতা করতে হবে মুকুল রায়কে। বৃহস্পতিবার বিজেপি নেতাকে কলকাতা পুলিশের তদন্তে সহযোগিতা করতে এই নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। তবে আগামী ১০ দিন গ্রেফতার করা যাবে না মুকুলকে। প্রতারণা মামলায় ব্যাংকশাল আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর দিল্লি আদালতে আবেদন করেছিলেন মুকুল রায়। সেই মামলার শুনানিতে বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি।
উল্লেখ্য, বছরখানেক আগে বড়বাজারের বাসিন্দা এক রেলকর্মীর কাছ থেকে হিসাব-বহির্ভূত ৮০ লাখ উদ্ধার করা হয়েছিল। সেই মামলার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য মুকুল রায়কে ডেকেছিলেন তদন্তকারীরা। তবে বিজেপি নেতা না আসায়, গত জানুয়ারিতে তাঁকে ডেকে পাঠানোর জন্য আদালতে আর্জি জানানো হয়েছিল। অভিযোগ, মোট তিনবার সমন পাঠানো হলেও হাজির হননি মুকুল রায়। অবশেষে গত সোমবার তাঁর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে ব্যাংকশাল আদালত। তাঁর দাবি, “এই মামলাটিতে ইতিমধ্যেই রায়দান হয়েছে। তারপরও কেন জিজ্ঞাসাবাদ।” অন্যদিকে, বড়বাজারের আরও একটি জামিনযোগ্য মামলায় আদালতে উপস্থিত না হওয়ায়, মুকুল রায়ের বিরুদ্ধে ব্যাঙ্কশাল আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ওই পরোয়ানার বিরোধিতা করে বিজেপি নেতার আইনজীবীর তরফে দিল্লি আদালতে আবেদন করা হলে ৩১ জুলাই প্রথমে মামলার শুনানি হবে বলে জানায় আদালত। তবে রাজ্যের আইনজীবী সেদিন সুপ্রিম কোর্টে অন্য মামলায় ব্যস্ত থাকবেন জানা গেলে, দু’পক্ষের সম্মতিতে ১ আগস্ট মামলার শুনানি স্থির করা হয়।
শুরু থেকেই গোটা বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে ‘রাজনৈতিক প্রতিহিংসার’ অভিযোগ করেছেন বিজেপি নেতা মুকুল রায়।বিজেপি নেতা মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিশ পাঠাল কলকাতা পুলিশ। আগামী ৩০ জুলাই তাঁকে ডেকে পাঠানো হয়েছে। গত বছর বড়বাজের এক ব্যক্তির থেকে ৮০ লক্ষ টাকা পায় কলকাতা পুলিশ। তাতে মুকুল রায়ের নাম পাওয়া যায়।