BRAKING NEWS

আইএমএ আহুত ধর্মঘটের প্রভাব পড়েনি রাজ্যে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই৷৷ আইএমএ আহূত ২৪ ঘণ্টার ধর্মঘটে কোনও প্রভাব পড়েনি রাজ্যে৷ রাজ্যের সমস্ত হাসপাতাল, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, কমিউনিটি হেলথ সেন্টারে চিকিৎসকরা চিকিৎসা পরিষেবা চালু রেখেছেন৷ মূলত, ন্যাশনাল মেডিক্যাল কমিশন বিল-২০১৯-এর প্রতিবাদে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-এর সারা দেশব্যাপী ২৪ ঘণ্টা ধর্মঘটের প্রভাব ত্রিপুরায় ফেলতে পারেনি৷


এ-বিষয়ে আইএমএ ত্রিপুরা শাখার সাধারণ সম্পাদক ডা, সৌভিক দেববর্মা বলেন, রাজ্যে সারা দেশের সাথে সাযুজ্য রেখে ধর্মঘট পালিত হচ্ছে না৷ তবে, ন্যাশনাল মেডিক্যাল কমিশন বিল আমরা আংশিক সমর্থন করি৷ গতকাল আইএমএ ত্রিপুরা শাখার সদস্যরা এ-বিষয়ে বৈঠকে আলোচনা করেছেন, জানান তিনি৷


ধর্মঘট সম্পর্কে ডা, সৌভিকের দাবি, খুবই অল্প সময়ের ব্যবধানে রাজ্যের সমস্ত চিকিৎসকদের এ-বিষয়ে জানানো সম্ভব হয়নি৷ তাই, এবার আমরা ধর্মঘটে শামিল হয়নি, বলেন তিনি৷ তবে, ওই বিলের প্রতি সম্পূর্ণ সমর্থন করে না আইএমএ ত্রিপুরা শাখা, জানান তিনি৷


আইএমএ এই বিলের বিরোধিতায় দেশব্যাপী ধর্মঘটকে সংগঠনের ত্রিপুরা শাখা সমর্থন করেছে৷ তবে, ওই বিলও আংশিক সমর্থন করে আইএমএম-র ত্রিপুরা শাখা৷ তাতে, সংগঠনের অভ্যন্তরে মতানৈক্য দেখা দিতে পারে৷


এ-বিষয়ে ডা. সৌভিক জানিয়েছেন, বিলের কিছু অংশ রাজ্যের সাথে সম্পর্কযুক্ত৷ ফলে, রাজ্য সরকার ওই বিষয়ে চিকিৎসকদের স্বার্থে আইন আনলে, তাতে কোনও আপত্তি নেই৷ তিনি বলেন, গতকাল এ-সমস্ত বিষয় নিয়ে আইএমএ ত্রিপুরা শাখার সদস্যদের সাথে বৈঠক হয়েছে৷ বৈঠকে বিষয়গুলি নিয়ে রাজ্যে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হবে বলে স্থির হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *