বারামুল্লা, ২৮ জুলাই (হি.স.) : জঙ্গিদের আর্থিক মদত দেওয়ার অভিযোগ পেয়ে উত্তর কাশ্মীরের বারামুল্লার চার জায়গায় রবিবার সকালে তল্লাশি অভিযান চালিয়েছে এনআইএ।
সম্প্রতি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা এবং শ্রীনগরের সাতটি জায়গায় তল্লাশি চালিয়েছিল এনআইএ। সেবার যে সব ব্যবসায়ীদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল তাদের বিরুদ্ধে জঙ্গিদের অর্থ সাহায্য করার অভিযোগ ছিল।
এদিন উপত্যকায় মোতায়েন থাকা নিরাপত্তা বাহিনী জওয়ানদের নিয়ে এবং রাজ্য পুলিশের সহায়তায় তারিক আহমেদ, বিলাল ভাট, আসিফ আহমেদ লোন এবং তনবীর আহমেদ নামে চার ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালায় এনআইএ। ওই চার ব্যবসায়ীর বাড়ির আসেপাশে সমস্ত রাস্তা সিল করে দেওয়া হয়। এই চার ব্যবসায়ী সীমান্তপার ব্যবসার সঙ্গে জড়িত। ২৩ জুলাই এনআইএ পুলওয়ামার আজগোজা এলাকার তনবীর আহমেদ ওয়ানির বাড়িতে তল্লাশি অভিযান চালায় সীমান্তপার ব্যবসায়ী সমিতির সভাপতি এই তনবীর আহমেদ। এছাড়া ওইদিন শ্রীনগরের সাফাকাদাল, বাইমিনা এবং পারিমপোরার ফল বিক্রির বাজারে তল্লাশি চালানো হয়।
সন্ত্রাসবাদীদের আর্থিক দমত দেওয়ার অভিযোগ প্রকাশ্যে আসার পর শ্রীনগর এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজফফরাবাদের মধ্যে ব্যবসায়িক লেনদেন গত ৮ মার্চ থেকে বন্ধ করে দেওয়া হয়। এই ব্যবসায়িক লেনদেন থেকে সন্ত্রাসবাদীদের মদত দেওয়া হচ্ছে এমন অভিযোগ পাওয়ার পর থেকে এমন পদক্ষেপ নিতে বাধ্য হয় প্রশাসন। অন্যদিকে শ্রীনগর থেকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে যে বাস চলাচল করত ৮ মার্চ থেকে তাও বন্ধ রয়েছে।
উল্লেখ করা যেতে পারে এখনও পর্যন্ত জঙ্গিদের আর্থিক সাহায্য করার জন্য এনআইএ এবং ইডি প্রায় ২৪ জন বিচ্ছিন্নতাবাদী নেতা এবং ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।