শ্রীনগর, ২৮ জুলাই (হি.স.) : বৃষ্টিপাত ও খারাপ আবহাওয়ার জেরে সাময়িক ভাবে স্থগিত রাখা হয়েছে অমরনাথ যাত্রা। বালতাল এবং নানওয়ান পহেলগাম থেকে অমরনাথ যাত্রা সাময়িক স্থগিত রাখা হয়েছে। বিগত ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের জেরে রাস্তা পিচ্ছিল হয়ে গিয়েছে ফলে তীর্থযাত্রীদের সুরক্ষার কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে কম দৃশ্যমানতার জেরে হেলিকপ্টার পরিষেবাও বন্ধ রাখা হয়েছে। আবহাওয়ার উন্নতি হলই যাত্রা আবার চালু করা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
উল্লেখ করা যেতে পারে পয়লা জুলাই থেকে শুরু হওয়া অমরনাথ যাত্রা বর্তমানে ২৮ দিনে পড়েছে। সব মিলিয়ে ৩.১৮ লক্ষ পূণ্যার্থী অমরনাথ দর্শন করেছেন। ২০১৫ সালের পরবর্তী সময়ে পরে যা সর্বোচ্চ। অমরনাথ দর্শনের পরে সিংহভাগ পূণ্যার্থীরা বালতাল হয়ে নিজেদের বাড়ি ফিরে যাচ্ছে। বাকিরা কাশ্মীর ঘুরে দেখার জন্য থেকে যাচ্ছে।