BRAKING NEWS

অনুমোদনহীন ই-রিকশা বন্ধে কঠোর প্রশাসন, নির্দেশ প্রত্যাহার না হলে ধর্মঘটের হুমকি চালকদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই৷৷ অনুমোদনহীন ই-রিকশা বন্ধে প্রশাসনের কঠোর নির্দেশে আজ ক্ষোভে ফেটে পড়েন চালকরা৷ ত্রিপুরা হাইকোর্টের নির্দেশে আগামী ১ আগস্ট থেকে অনুমোদনহীন ই-রিকশা পথে নামতে পারবে না৷ এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে রাজ্য সরকার৷ এরই প্রতিবাদে ই-রিকশা চালক ও মালিকরা বিকল্প ব্যবস্থা না করে ওই আদেশ প্রত্যাহারের দাবিতে আজ বিক্ষোভ প্রদর্শন করেছেন৷ সাথে তাঁরা আদেশ প্রত্যাহার না হলে ত্রিপুরায় ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন৷


প্রসঙ্গত, অনুমোদনহীন ই-রিকশা ত্রিপুরায় প্রচুর বিক্রি হয়েছে৷ যাত্রী সুরক্ষায় ওই ই-রিকশাগুলির বৈধতার প্রশ্ণে ত্রিপুরা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছিল৷ ওই মামলায় ত্রিপুরা হাইকোর্টের নির্দেশে রাজ্য সরকার অনুমোদনহীন ই-রিকশা নিষিদ্ধ ঘোষণা করেছিল৷ সাথে ত্রিপুরা সরকারকে এ-বিষয়ে আইন প্রণয়নে নির্দেশ দিয়েছিল আদালত৷


রাজ্য সরকার হাইকোর্টের নির্দেশ মোতাবেক অনুমোদনহীন ই-রিকশা বন্ধে ৩১ ডিসেম্বর ২০১৮ চূড়ান্ত সময়সীমা বেঁধে দেয়৷ কিন্তু, কোনও অজ্ঞাত কারণে সেই নির্দেশ পালন হয়নি৷ এখন ত্রিপুরা সরকার আবারও নড়েচড়ে বসেছে৷ নয়া নির্দেশ জারি করে ৩১ জুলাইয়ের মধ্যে অনুমোদনহীন সমস্ত ই-রিকশা নিষিদ্ধ ঘোষণা করেছে রাজ্য প্রশাসন৷


জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার দিব্যেন্দু চক্রবর্তী জানিয়েছেন, বৈধ কাগজপত্র নেই এমন ই-রিকশা আগামী ১ আগস্ট থেকে যাত্রী পরিবহণ করতে পারবে না৷ এক্ষেত্রে আদেশ অমান্য করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷ তিনি জানান, প্রত্যেক ই-রিকশার অনুমোদনের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স, ফর্ম টুয়েন্টি, সেইল সার্টিফিকেট ফর্ম টুয়েন্টি ওয়ান, সার্টিফিকেট অব রোড ফিটনেস ফর্ম টুয়েন্টি টু, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ইন্সুরেন্স সার্টিফিকেট, বাসস্থানের ঠিকানার প্রমাণপত্র থাকতে হবে৷


এই নির্দেশ প্রচারিত হতেই ক্ষোভে ফেটে পড়েন ই-রিকশা চালক-মালিকরা৷ আজ তাঁরা আগরতলায় পুরাতন মোটর স্ট্যান্ড এলাকায় জড়ো হন এবং বিক্ষোভ প্রদর্শন করেন৷ তাঁদের বক্তব্য, ঋণ নিয়ে আমরা অনেকেই ই-রিকশা কিনেছি৷ তখন অনুমোদন ছিল কিনা তা যাচাই করার সুযোগ ছিল না৷ তাঁদের দাবি, ই-রিকশা বিক্রেতাদের প্রতারণার শিকার হয়েছি আমরা৷ তার মাশুল আমাদেরই যদি দিতে হয়, তা-হলে তা বরদাস্ত করা হবে না৷ তাঁদের সাফ কথা, ত্রিপুরা সরকার বিকল্প ব্যবস্থা না করে ওই আদেশ পালনে চাপ দিলে তা মেনে নেওয়া যাবে না৷ কারণ, রাজ্যের ৯০ শতাংশ ই-রিকশার বৈধ কাগজপত্র নেই৷ ওই নির্দেশ পালন করতে গেলে ই-রিকশা চালকরা সর্বস্বান্ত হয়ে যাবেন৷ তাঁদের কড়া হুঁশিয়ারি, ত্রিপুরা সরকার আপাতত আদেশ প্রত্যাহার না করলে রাজ্যে ধর্মঘট পালন করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *