সামান্য কমল পেট্রোল ও ডিজেল-এর দর, দুঃশ্চিন্তা কাটিয়ে স্বস্তিতে আমজনতা

নয়াদিল্লি, ২৫ জুলাই (হি.স.): মধ্যরাত থেকে কার্যকর হল পেট্রোল-ডিজেলের নতুন দাম। পরিবর্তিত দাম কিছুটা হলেও স্বস্তি দিল দেশবাসীকে। গত দু’দিন দাম বৃদ্ধির পর বৃহস্পতিবার সস্তা হল জ্বালানি তেলের দর। সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে বৃহস্পতিবার রাজধানী দিল্লি-সহ সমস্ত মেট্রো সিটিতে সস্তা হয়েছে পেট্রোল-ডিজেলের দর। কলকাতায় বৃহস্পতিবার ০.০২ পয়সা কমেছে পেট্রোলের দাম| কলকাতায় আইওসি-র পাম্পে এদিন পেট্রোলের দাম দাঁড়িয়েছে লিটারে ৭৫.৮৫ টাকা। ডিজেলও ০.০২ পয়সা কমে হয়েছে ৬৮.২৯ টাকা। 

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার পাশাপাশি, বৃহস্পতিবার পেট্রোল-ডিজেলের দাম কমেছে দিল্লি এবং মুম্বইয়েও| দিল্লিতেও ০.০৬ পয়সা কমার পর পেট্রোলের দাম এখন ৭৩.৩৫ টাকা প্রতি লিটার এবং ০.০৬ পয়সা কমার পর ডিজেলের দাম এখন ৬৬.১৮ টাকা| পাশাপাশি মুম্বইয়ে ০.০৬ পয়সা কমেছে পেট্রোলের দাম এবং ০.০৭ পয়সা কমেছে ডিজেলের দাম| মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের নতুন দাম, যথাক্রমে ৭৮.৯৬ টাকা প্রতি লিটার (পেট্রোল) এবং ৬৯.৩৬ টাকা প্রতি লিটার (ডিজেল)| প্রসঙ্গত, বিশ্ব বাজারে তেল সস্তা হওয়ার কারণে বৃহস্পতিবার কিছুটা হলেও কমল পেট্রোল-ডিজেলের দর।