BRAKING NEWS

অতি বৃষ্টিতে আগরতলার রাস্তা জলমগ্ণ, এলাকাবাসীর সাথে মতবিনিময় মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই৷৷ রাজধানী আগরতলা শহর, বিশেষ করে বনমালীপুর এলাকার বিভিন্ন নিম্নাঞ্চলে অল্প বৃষ্টিতে জল প্লাবিত হওয়া, ড্রেন পরিষ্কারকরণ, জল নিকাশি পাম্প মেশিনগুলির কার্যকারিতা এবং আগরতলায় নির্মীয়মাণ কভার ড্রেনগুলির সার্বিক অবস্থা নিয়ে এলাকার বিশিষ্ট নাগরিকদের সাথে আজ এক মতবিনিময় সভায় মিলিত হন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ সচিবালয়ের ১ নম্বর সভাকক্ষে আয়োজিত এই মতবিনিময় ও পর্যালোচনা সভায় আগরতলা শহর-সহ বনমালিপুরের বিভিন্ন নিম্নাঞ্চল এলাকার জল নিকাশি ব্যবস্থা এবং কভার ড্রেন নির্মাণের কাজ সম্পর্কে ওই এলাকার নাগরিকগণ বিশদভাবে মুখ্যমন্ত্রীকে অবহিত করেন৷


জলপ্লাবণজনিত উদ্ভূত সমস্যা নিরসনে মুখ্যমন্ত্রী দেব বলেন, আগরতলায় বসবাসকারী নাগরিকদের অল্প বৃষ্টিতেই জমাজলের হ্যাঁপা থেকে পরিত্রাণ দেওয়ার জন্য বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে যা যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তা নিতে হবে৷ বৃষ্টির সময় সমস্ত পাম্প মেশিনগুলি যাতে সচল থাকে সেদিকে নজর রাখা আবশ্যক৷ প্রয়োজনে প্যাম্প মেশিনগুলির জল নিষ্কাশনের ক্ষমতা আরও বাড়ানোর পাশাপাশি আধুনিকতম ব্যবস্থার সংস্থান রাখার বিষয়টি ভেবে দেখা প্রয়োজন বলে মুখ্যমন্ত্রী সভায় গুরুত্ব আরোপ করেন৷ তিনি বলেন, যেখানে কভার ড্রেনের প্রয়োজনীয়তা রয়েছে সেখানে কভার ড্রেন করা দরকার৷ আবার যেখানে উন্মুক্ত ড্রেন রয়েছে সেখানে ড্রেনের মুখে তারজালি লাগানোর ব্যবস্থা করতে তিনি সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের নির্দেশ দেন৷ এর ফলে ড্রেনগুলিতে বিভিন্ন আবর্জনা জমা হলেও সেগুলি পরিষ্কার করা সহজতর হবে৷ নিয়মিত ড্রেনগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং জল নিকাশি ব্যবস্থা সহজতর করতে মুখ্যমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দেন৷


এদিনের সভায় নগরোন্নয়ন দফতরের বিশেষ সচিব কিরণ গিত্যে আগরতলা শহরের জল নিকাশি ব্যবস্থা নিয়ে সর্বশেষ সভায় গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের প্রেক্ষিতে যে-সব পদক্ষেপ নেওয়া হয়েছে তা তুলে ধরেন৷ গিত্যে জানান, পূর্ব থানা থেকে কাসারিপট্টি পর্যন্ত কভার ড্রেন নির্মাণের কাজ আগামী ১ সেপ্ঢেম্বর পর্যন্ত বন্ধ রাখা হয়েছে৷ বর্ষা মরশুমের পর পুনরায় এর নির্মাণের কাজ শুরু হবে৷ বনমালিপুর দীঘির পূর্ব ও পশ্চিম দিকের ভেঙে যাওয়া দেওয়ালের প্রাচীর পুনর্নির্মাণের জন্য টেন্ডার ডাকা হয়েছে এবং আগামী ১৫ আগস্টের মধ্যে কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে৷ তিনি আরও জানান, বনমালিপুর দীঘি সংলগ্ণ যে নিকাশি পাম্প বসানো রয়েছে তার পশ্চিম অংশে যে পরিমাণ বৃষ্টির জল জমা হয় তার দ্রুত নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছে৷


সভায় বনমালিপুর এলাকার বিশিষ্ট নাগরিকগণ ওই এলাকায় অল্প বৃষ্টিতেই জল জমে যে বন্যাজনিত পরিস্থিতির সৃষ্টি হয় তার পরিত্রাণে গুচ্ছ পরামর্শ দেন৷ গণরাজ চৌমুহনি এলাকা থেকে কাটাখাল পর্যন্ত ড্রেন নির্মাণের বিষয়টিও সভায় আলোচিত হয়৷ শহর এলাকায় অবৈধভাবে বিল্ডিং নির্মাণ এবং জায়গা দখলের ফলে বৃষ্টির জল জমে বন্যাজনিত পরিস্থিতির সৃষ্টি হয় বলে নাগরিকদের বক্তব্যে উঠে এসেছে৷ যার ফলে অনেক সময়ই জল নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ে৷ এ-ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়েও সভায় আলোচনা করা হয়েছে৷ এছাড়া সভায় শহর এলাকার রাস্তাঘাট নির্মাণের ক্ষেত্রে গুণগতমান বজায় রাখার বিষয়টিও এদিনের সভায় আলোচনায় প্রাধান্য পায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *