BRAKING NEWS

ত্রিপুরার নয়া রাজ্যপাল রমেশ বাইস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই৷৷ ত্রিপুরায় নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন রমেশ বাইস৷ শনিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁকে ত্রিপুরার রাজ্যপাল হিসেবে নিয়োগ করেছেন৷ ত্রিপুরার বর্তমান রাজ্যপাল অধ্যাপক কপ্তানসিং সোলাঙ্কির মেয়াদ আগামী ২৬ জুলাই সমাপ্ত হবে৷ তাঁর স্থলাভিষিক্ত হবেন রমেশ বাইস৷

রমেশ বাইস একাধিকবার কেন্দ্রীয় মন্ত্রী এবং দীর্ঘসময় সাংসদের দায়িত্ব পালন করেছেন৷ তাঁর জন্ম ১৯৪৭ সালের ২ আগস্ট৷ মধ্যপ্রদেশের রায়পুরে তাঁর জন্ম৷ স্ত্রী রামবাই বাইস ও এক পুত্র এবং দুই কন্যা সন্তান নিয়ে তাঁর পরিবার৷ ১৯৯৬ সালে বিজেপি-র টিকিটে প্রথম তিনি মধ্যপ্রদেশের রায়পুর সংসদীয় আসন থেকে সাংসদ নির্বাচিত হন৷ রাজনীতির ময়দানে এর পর থেকে তাঁকে পেছনে ফিরে তাকাতে হয়নি৷ ষোড়শ লোকসভা পর্যন্ত তিনি সংসদে টানা প্রতিনিধিত্ব করেছেন৷ ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেননি৷

রমেশ বাইস ১৯৯৮ থেকে ২০০৪ পর্যন্ত অটলবিহারী বাজপেয়ী সরকারে রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলেছেন৷ ওই মেয়াদে তিনি বিভিন্ন সময়ে সার ও রসায়ণ, পরিবেশ, বন, স্টিল, মাইন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আদেশে এখন তিনি ত্রিপুরার রাজ্যপাল হিসেবে দায়িত্ব সামলাবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *