BRAKING NEWS

জেলের আবাসিকদের হস্তনির্মিত সামগ্রীর বিপণি চালু আগরতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই৷৷ সরকারের গৃহ দফতরের অন্তর্গত সংশোধনাগার এবং ভারত সরকারের অর্থায়নে পরিচালিত ’’ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন’’-এর যৌথ উদ্যোগে আগরতলায় এক পেস্টি কর্নারের উদ্বোধন হয়েছে৷ উপ-মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মা এর উদ্বোধন করেন৷ রাজধানীর প্রাণকেন্দ্র ব্যস্ততম সিটি সেন্টারে এর উদ্বোধন অনুষ্ঠানে উপ-মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আইজি (প্রিজন) জয়দীপ নায়েক, ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন-এর অধিকর্তা সুধাকর শিন্ডে-সহ উভয় দফতরের অন্যান্য কর্মকর্তারা৷

উদ্ধোধনের পর উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা বলেন, ভারত সরকার মহিলাদের স্বাবলম্বী করার ডাক দিয়েছে এবং এর জন্য বাজেটে আলাদা করে বরাদ্দ রেখেছে৷ রাজ্যের বর্তমান সরকারও মহিলাদের ক্ষমতায়নে কাজ করছে৷ তার এক উদাহরণ হল এই পেস্টি কর্নার৷ এখানে প্রায় ৩০ জন কাজ করছেন৷ এর সকলেই মহিলা এবং স্বসহায়ক দলের সদস্য৷ এই পেস্টি কর্নার থেকে যে মুনাফা আসবে তার ৩০ শতাংশ সরাসরি এই সকল মহিলারা পাবেন৷ তিনি আরও বলেন এখানের সকল পণ্য কেন্দ্রীয় কারাগারের সদস্যরা নিজের হাতে তৈরি করছেন৷ এগুলি খুব সুস্বাধু এবং গুণগত মান বজায় রেখে জেলের ভেতরে তৈরি করা হয়েছে৷ কিছুদিন আগে তিনি নিজে কারাগার পরিদর্শন করে দেখে এসেছেন কারখানা৷ সবাইকে এখান থেকে খাবার আহ্বানও জানান তিনি৷

অপরদিকে আইজি (প্রিজন) জয়দীপ নায়েক সংবাদ মাধ্যমকে জানান, গত ছয় মাস আগে ত্রিপুরার সিপাহিজলা জেলার বিশালগড়ে অবস্থিত কেন্দ্রীয় কারাগারে অত্যাধুনিক বেকারি স্থাপন করা হয়েছে৷ এর সব খাবার তৈরি করছেন কারাগারের আবাসিকরা৷ পাশাপাশি এই পেস্টি কর্নারে কারাগারের আবাসিকদের দ্বারা হাতে তৈরি বাঁশের ও অন্য বিভিন্ন সামগ্রীও বিক্রি করা হবে৷ এখানে একটি বিলিয়ার্ড খেলার বোর্ডও রাখা হয়েছে৷ ক্রেতারা এক কাপ কফি খেতে চাইলে বিলিয়র্ডও খেলতে পারবেন৷ তিনি আরও বলেন রাজ্যে এটি প্রথম কফি কর্নার যেখানে বিলিয়ার্ড খেলার বোর্ড রাখা হয়েছে৷ এটাকে পাইলট প্রজেক্ট হিসেবে দেখা হচ্ছে৷ আগরতলার পাশাপাশি রাজ্যের অন্যান্য জায়গার জেলগুলিতে এ ধরনের কার্যসূচি চালু করার পরিকল্পনা নেওয়া হচ্ছে৷ এখান থেকে বিভিন্ন অনলাইন ফুড ডেলিভারি সংস্থার মাধ্যমে গ্রাহকরা খাবার সংগ্রহ করতে পারবেন বলেও জানান তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *