BRAKING NEWS

আধুনিক অগ্রগতিতে গণিতের গুরুত্ব অপরিহার্য : রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই ৷৷ আধুনিক অগ্রগতিতে গণিতের গুরুত্ব অপরিহার্য৷ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে এ-ভাবেই গণিত সম্পর্কে অভিমত ত্রিপুরার রাজ্যপাল অধ্যাপক কাপ্তানসিং সোলাঙ্কির৷


প্রসঙ্গত, আজ থেকে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে তিনদিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন রিসেন্ট অ্যাডভান্সেস ইন ম্যাথমেটিক্স অ্যান্ড ইটস্যাপলিকেশনস’৷ এই সম্মেলন চলবে ১৮ জুলাই পর্যন্ত৷ নর্থ-ইস্ট কাউন্সিল এবং সিএসআইআর-এর আর্থিক সহযোগিতায় ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ এই সম্মেলনের আয়োজন করেছে৷


আন্তর্জাতিক এই সম্মেলনের উদ্বোধন করে রাজ্যপাল অধ্যাপক কাপ্তানসিং সোলাঙ্কি বলেন, গণিত আমাদের প্রাত্যহিক জীবনে গুরুত্বপূর্ণ৷ আধুনিক অগ্রগতিতে এর গুরুত্ব অপরিহার্য৷ তাঁর কথায়, বিজ্ঞান ও শিল্পের উন্নয়নে যে গবেষণা কাজ করা হয় তাতে অধিকাংশ ক্ষেত্রেই গণিত মুখ্য ভূমিকা পালন করে৷ গণিতের সঠিক ব্যবহারের মাধ্যমেই গত দুই শতকে মানবজীবনের আমূল পরিবর্তন সম্ভব হয়েছে৷ রাজ্যপাল বলেন, বর্তমান বিশ্বের বিভিন্ন জ্বলন্ত সমস্যা যেমন জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বিস্ফোরণ-সহ বিভিন্ন সমস্যা সমাধানে গবেষণালব্ধ বিষয়গুলি ব্যবহারিক প্রয়োগ করা উচিত৷ এই সম্মেলন থেকে রাজ্যের ছাত্রছাত্রী-সহ যাঁরা বিভিন্ন গবেষণার সঙ্গে যুক্ত তাঁরা বিশেষভাবে উপকৃত হবেন৷


এছাড়াও সম্মেলনে বক্তব্য পেশ করেন জাপানের ইনস্টিটিউট অব রিপ্রডিউসিং কেনেলস-এর প্রফেসার সবুরৌয় সাইথো এবং ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসার ভিএল ধারুরকর৷ মহারাষ্ট্রের মারাঠাওয়াড়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসার এমডি জাহাগিরদারও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন৷
সম্মেলনে জাপান থেকে ২ জন, নেপাল থেকে ১ জন এবং বাংলাদেশের ৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন৷ এছাড়া উত্তর-পূর্বাঞ্চল ও দেশের অন্যান্য রাজ্য থেকেও প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন৷ সম্মেলনে স্বাগত বক্তব্য পেশ করেছেন আয়োজক কমিটির চেয়ারম্যান প্রফেসার অঞ্জন মুখোপাধ্যায় এবং ধন্যবাদসূচক বক্তব্য পেশ করেছেন প্রফেসার এমকে সিং৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *