নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই ৷৷ আবারও বহু লক্ষ টাকার নেশা জাতীয় ট্যাবলেট পাচার করতে গিয়ে শিলচরের এক পাচারকারী সমেত উত্তর ত্রিপুরার পানিসাগর পুলিশের জালে পড়েছে দুই৷ ধৃতদের একজনের বাড়ি শিলচরের হাওয়াইথাং রোড (সেনাই রোড)-এর শিলচরের হাওয়াইথাং রোডের প্রয়াত জনৈক মতলিব আলির ছেলে আতাউর রহমান (৫৪) এবং অপরজন পানিসাগরের পেকুছড়া গ্রামের দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল খালেকের ছেলে ফয়জুল ইসলাম (৪০)৷
উত্তর ত্রিপুরার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী টেলিফোনে জানিয়েছেন, বিশেষ সূত্রের তথ্যের ভিত্তিতে গতকাল রাত প্রায় ১০টা নাগাদ পানিসাগরের মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস, ওসি সৌগত চাকমা-সহ গোয়েন্দা শাখার আধিকারিকদের সঙ্গে নিয়ে পেকুছড়া এলাকার দুই নেশাকারবারী স্থানীয় বাসিন্দা ফয়জুল ইসলাম এবং দক্ষিণ অসমের শিলচর শহরের সোনাই রোডের বাসিন্দা গাড়িচালক আতাউর রহমানকে আটক করা হয়েছিল৷ তাদের জিজ্ঞাসাবাদের সূত্রে আজ সকালে পেকুছড়া এলাকায় ফয়জুলদের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ৮,০০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে৷
আসলে পেকুছড়ায় বহিরাগত পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস ওসি সৌগত চাকমা সহ গোয়েন্দা শাখার কর্মীদের সঙ্গে নিয়ে অকুস্থলে উপস্থিত হয়ে প্রথমে বহিরাগত এএস ১১ ০৩২৯ নম্বরের (দক্ষিণ অসমের কাছাড় জেলার রেজিস্টেশন) একটি মারুতি ভ্যান দেখে গ্রামের মানুষের সন্দেহ হয়েছিল৷ গাড়িতে তালাশি চালিয়ে কোনও কিছু পাওয়া যায়নি৷ জিজ্ঞাসাবাদেও ধৃতরা নেশা সামগ্রীর ব্যাপারে তারা সম্পূর্ণ অজ্ঞ বলে জানালে তাদের তুলে থানায় নিয়ে যাওয়া হয়৷ পরে পুলিশি জেরায় শিলচরের ড্রাগস মাফিয়া আতাউর সমস্ত কিছু স্বীকার করে ফেলে৷
তার স্বীকারোক্তির ভিত্তিতে আজ সকালে পুলিশ ফয়জুল ইসলামের ওই পরিত্যক্ত বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি প্যাকেট থেকে মোট আট হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে৷ উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় ৩০ লক্ষ টাকার বেশি হবে বলে মনে করছেন পুলিশ সুপার চক্রবর্তী৷
ওসি সৌগত চাকমা জানান, ধৃতদের বিরুদ্ধে পানিসাগর থানায় নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫ (এনডিপিএস)-এর উপযুক্ত ধারায় ৪৪/১৯ নম্বরে মামলা রুজু করা হয়েছে৷ আজই ধৃতদের ধর্মনগরে বিচারবিভাগীয় আদালতে তুলে তিন দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ৷
উল্লেখ্য, ধৃত আতাউর রহমান বর্তমানে শিলচরের বাসিন্দা হলেও আগে তার বাড়ি ছিল উত্তর ত্রিপুরার পানিসাগর থানা এলাকার বিলথৈ গ্রামে৷ সে দীর্ঘদিন ধরে নেশা পাচারের সঙ্গে যুক্ত ছিল বলে ওসি জানিয়েছেন৷