নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই৷৷ আজ করবুক মহকুমার অধীন ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় রোস্তামবাড়ী বিএসএফ ক্যাম্প সংলগ্ণ এলাকায় একটি কমান্ডার জীপ দূর্ঘটনায় পড়ে৷ তাতে কয়েকজন সামান্য আঘাতপ্রাপ্ত হন৷ শিলাছড়ি থেকে করবুক অভিমুখে যাওয়ার পথে টিআর-০১-৪৩৮৩ নম্বরের কমান্ডার জীপটি দূর্ঘটনায় পড়ে৷ জানা গিয়েছে, জীপটি কাঁটাতারের বেড়ার সাথে ধাক্কা লাগে৷ ওই রাস্তাটি সরু হওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন৷
এদিকে, অত্যাধিক গতির দরুন বাইক চালাতে গিয়ে দূর্ঘটনার শিকার বাইক ও সুকটি৷ দূর্ঘটনাটি সংগঠিত হয়েছে সোমবার রাত আনুমানিক ১২ টা নাগাদ রাজধানী আগরতলার শকুন্তলা রোডে৷ ঘটনার বিবরনে জানা যায়, একটি সুকটি বটতলার দিক থেকে মোটর স্ট্যাণ্ডের দিকে যাচ্ছিল৷ আর রাজধানীর শকুন্তলা রোডে আসতেই অপরদিক থেকে আসা একটি পালসার বাইক রাস্তায় থাকা ডিভাইডারে ধাক্কা খেয়ে সুকটিকে সজোরে ধাক্কা মারে৷এতে বাইক চালক এবং বাইকে থাকা অপর আরোহী অল্প বিস্তর আহত হলেও সুকটি চালক গুরুতর আহত হন৷
সাথে সাথে অগ্ণি নির্বাপক কর্মীরা ছুটে এসে প্রত্যক্ষদর্শীদের সহযোগিতায় গুরুতরভাবে আহত সুকটি চালককে হাসপাতালে নিয়ে যায়৷ এবিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, বাইকের অত্যাধিক গতির ফলেই এই দূর্ঘটনা বলে জানান প্রত্যক্ষদর্শীরা৷ ঘটনায় প্রত্যক্ষ দর্শীরা উত্তেজিত হয়ে বাইক চালককে কিছুটা উত্তম মধ্যম দেন কিন্তু বাইকে থাকা অপর এক বাইক আরোহী চতুরতার সহিত ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ৷ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত পালসার বাইক ও সুকটি নিয়ে যায় এবং বাইক চালককে ও তাদের হেফাজতে নিয়ে যায় পুলিশ৷