BRAKING NEWS

রাষ্ট্রীয় মর্যাদায় এরশাদের শেষকৃত্য করার প্রস্তাবে সায় দিল না বাংলাদেশ সরকার

ঢাকা, ১৫ জুলাই (হি.স.) : প্রাক্তন রাষ্ট্রপতি তথা বাংলাদেশ সংসদে বিরোধী দলীয় নেতা তথা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শেষকৃত্য সংক্রান্ত প্রস্তাবে সায় মেলেনি সরকারের। মৃত্যুর পর এরশাদকে রাষ্ট্রীয়ভাবে কবর দেওয়ার   ব্যবস্থা নিতে সরকারকে প্রস্তাব দিয়েছিলো জাতীয় পার্টি। কিন্তু সেই প্রন্তাব নাকচ করে দেওয়া হয়েছে।

ক্ষমতাসীন দল আওয়ামি লিগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চীফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি’র চিঠি পাওয়ার পর সরকারের এ সিদ্ধান্তের কথা জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

‘হুসেইন মুহম্মদ এরশাদ- এর মৃত্যু পরবর্তী রাষ্ট্রীয়ভাবে দাফন সংক্রান্ত’ শিরোনামে মন্ত্রিপরিষদ বিভাগের বিধি অধিশাখার উপসচিব মোহাম্মদ সাইদুর রহমান স্বাক্ষরিত মসিউর রহমান রাঙ্গাকে দেওয়া চিঠিতে বলা হয়, আপনার পত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, দি প্রেসিডেন্ট (রিম্যুনারেশন এন্ড প্রিভিলেজ) অ্যাক্ট, ১৯৭৫ (২০১৬ সালের মে পর্যন্ত সংশোধিত) অনুযায়ী সাবেক প্রেসিডেন্টদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন (করব দেওয়া)-এর কোন বিধান নেই। এছাড়া প্রাক্তন প্রেসিডেন্টদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের বিষয়ে কোন নজির নেই। প্রাক্তন সেনাপ্রধান এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার মৃত্যু পরবর্তী রাষ্ট্রীয়  করব দেওয়ার  মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক কোন কার্যক্রম গ্রহণেরও কোন বিধান বা নজির নেই। 

জাতীয় পার্টি সূত্রে জানা গেছে, সরকারের এ সিদ্ধান্তের কথা এরই মধ্যে তারা জেনেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *