জাকার্তা, ১৪ জুলাই (হি. স.) : পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে প্রথম ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৩। স্থানীয় সময় রবিবার সকাল ৯টা বেজে ১০ মিনিটে ইন্দোনেশিয়ার হালমাহেরা দ্বীপে প্রথম ভূকম্পনটি অনুভূত হয়। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে সূত্রের খবর, এদিন স্থানীয় সময় সকাল ৯.৪৩ মিনিট নাগাদ ৫.৮ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় মালুকু দ্বীপপুঞ্জের হালমাহেরা দ্বীপেই।
ভূমিকম্পের তীব্রতায় বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’-এর কাছাকাছি অবস্থিত হওয়ার কারণে ইন্দোনেশিয়ায় ভূমিকম্প কোনও নতুন ঘটনা নয়। বিশ্বের মধ্যে অন্যতম ভূমিকম্প প্রবণ অঞ্চলের মধ্যে পড়ে ইন্দোনেশিয়া। গত ৭ জুলাই মালুকু দ্বীপপুঞ্জের সুলাওয়েসি দ্বীপে ৬.৯ তীব্রতার ভূকম্পনের পর সুনামির সতর্কতাও জারি করা হয়েছিল দেশের জিওফিসিক্স এজেন্সির পক্ষ থেকে।