নয়াদিল্লি, ১৪ জুলাই (হি.স.) : কর্ণাটকের কংগ্রেস-জেডিএস সরকারকে জোড়াতালি দেওয়া সরকার বলে কটাক্ষ করলেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়কমন্ত্রী মুক্তার আব্বাস নাকভি।
রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুক্তার আব্বাস নাকভি বলেন, জোড়াতালি দিয়ে কর্ণাটকে সরকার গড়েছিল কংগ্রেস। নিজেদের অভ্যন্তরীণ কলহের জেরে ক্ষমতাচ্যূত হবে এই সরকার। এখন দেখার বিষয় জোড়াতালির সরকার জেতে নাকি জনগণ।
কংগ্রেস-জেডিএস জোট সরকারের ১৬ বিধায়ক ইস্তফা দেওয়ায় সঙ্কট দেখা দিয়েছে সরকারের অন্দরে। তার জেরে উত্তাল রাজ্য রাজনীতি। এমনকি এর আঁচ এসে পড়েছে লোকসভায়। এই বিষয়ে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ করেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী অন্যদিকে বিজেপির তরফে রাজনাথ সিং স্পষ্ট করে দিয়েছেন যে বিষয়টি পুরোপুরি কংগ্রেস-জেডিএস জোটের অভ্যন্তরীণ বিষয়।
বর্ষীয়ান বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পা দাবি কারেছেন সোমবার আস্থা ভোটে যাওয়া উচিত রাজ্য সরকারের। অন্যদিকে দুই নির্দল বিধায়কও নিজেদের সমর্থন জোট সরকারের কাছ থেকে তুলে নিয়েছে। স্পিকারের কাছে নিজেদের আসন বিরোধী বেঞ্চে করার দাবি জানিয়েছেন তারা।