চন্ডীগড়, ১৪ জুলাই (হি. স.) : ফের বিতর্কের কেন্দ্রে নভজ্যোত সিং সিধু। রবিবাসরীয় সকালে নিজের টুইটার হ্যান্ডেল থেকে পঞ্জাবের মন্ত্রিসভা থেকে পদত্যাগের কথা জানান এই কংগ্রেস নেতা। তবে বিধায়ক হিসাবে তিনি আদৌ পদত্যাগ করবেন কিনা তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা। যদিও মুখ্যমন্ত্রীর অফিস থেকে তাঁর পদত্যাগ করার কথা অস্বীকার করা হয়েছে।
এদিন সকালে মাইক্রো ব্লগিং সাইট টুইটারে, গত জুন মাসে তত্কালীন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর কাছে দেওয়া পদত্যাগপত্রটি টুইট করেছেন সিধু। সেই চিঠিতে পঞ্জাব মন্ত্রিসভায় মন্ত্রিত্বের পদ থেকে ইস্তফা দেওয়ার কথাটি রাহুল গান্ধীকে জানিয়েছিলেন তিনি। সেই চিঠির ছবি পোস্ট করে এদিন তিনি টুইটে লিখেছেন, “গত ১০ জুন, ২০১৯-এ রাহুল গান্ধীকে লেখা আমার পদত্যাগপত্র।
মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং-এর কাছেও আমার ইস্তফাপত্র পেশ করব।” অন্যদিকে, তাঁর এই পদত্যাগের বিষয়টি উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং-এর দফতর থেকে স্পষ্ট জানান হয়েছে, মুখ্যমন্ত্রীর অফিসে সিধুর পক্ষ থেকে কোনও পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি, জুন মাসের ওই চিঠিটি কংগ্রেস সভাপতিকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল।