টানা বর্ষণে ব্যহত জনজীবন, জলমগ্ণ আগরতলা, দুর্ভোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই ৷৷ ক্রমাগত বৃষ্টিতে ত্রিপুরায় জনজীবনে বিরাট প্রভাব পড়েছে৷ বড় প্রাকৃতিক দূর্যোগ দেখা না দিলেও, রাজধানী আগরতলা আজ ফের জলমগ্ণ হয়ে পড়েছে৷ বিভিন্ন রাস্তায় জল জমে যাওয়ায় নিত্যযাত্রীরা ভোগান্তির শিকার হয়েছেন৷ আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ আগরতলায় সন্ধ্যে সাড়ে পাঁচটা পর্যন্ত ১৬.৪ এমএম বৃষ্টিপাত হয়েছে৷ এদিকে, আগামীকাল দক্ষিণ জেলায় প্রচন্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷

আজ সাধারণত আকাশ মেঘাচ্ছন্ন ছিল৷ দুপুর থেকে টানা বৃষ্টিপাত শুরু হয়েছে৷ তাতে, আগরতলায় বিভিন্ন রাস্তায় জল জমে গিয়েছে৷ এই পরিস্থিতিতে নিত্যযাত্রীরা সমস্যার মুখে পড়েন৷ বিভিন্ন স্থানে জল নিস্কাশনী মোটর চালু রাখা হয়েছে৷ তবুও, অনেক জায়গায় সন্ধ্যার পরও জল নামেনি৷

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকালও রাজ্যে ভারী বৃষ্টিপাত হবে৷ আগামীকাল দক্ষিণ জেলায় প্রচন্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ তাছাড়া, বাকি জেলাতেও ভারী বৃষ্টিপাত হবে৷ দপ্তর আরো জানিয়েছে, আজ সন্ধ্যে সাড়ে পাঁচটা পর্যন্ত আগরতলা বিমান বন্দর এলাকায় ১৬.৪ এমএম বৃষ্টিপাত হয়েছে৷ তবে, সারা রাজ্যের তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি৷ দপ্তরের কথায়, গতকাল থেকে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত আগরতলায় ৪০.৬ এমএম, বিশালগড়ে ৭৪.৪ এমএম, এডিনগরে ৯৫.২ এমএম, খোয়াই ৪০.৪ এমএম, বিলোনীয়ায় ১৯ এমএম, সাব্রুমে ১৩২.৮ এমএম, কৈলাসহরে ৩১.৮ এমএম এবং পানিসাগরে ২৯.৬ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে৷

রাজ্য দূর্যোগ মোকাবিলা দপ্তরের আধিকারিক শরৎ দাস জানিয়েছেন, ত্রিপুরায় বন্যা পরিস্থিতি এখনো হয়নি৷ কারণ, নদীগুলির জলস্তর স্বাভাবিক রয়েছে৷ তিনি বলেন, টানা বর্ষণে নদীর জল বাড়লেও, কিছুক্ষনের মধ্যেই জলস্তর স্বাভাবিক হয়ে যাচ্ছে৷ তাতে, আপাতত চিন্তার কোন কারণ নেই বলে দাবি করেন তিনি৷ এদিকে, গতকাল মুহুরী নদীতে নিখোঁজ যুবকের খোজ মিলেনি৷ আজ দিনভর এনডিআরএফ জওয়ানরা নদীতে তার তল্লাশি করেছে৷ কিন্তু, তাকে পাওয়া যায়নি৷ আগামীকাল ফের উদ্ধারকার্যে নামবেন এনডিআরএফ জওয়ানরা৷