BRAKING NEWS

চন্দ্রযান-২ উৎক্ষেপণের আগে তিরুমালা বালাজি মন্দিরে পুজো দিলেন রাষ্ট্রপতি

অমরাবতী, ১৪ জুলাই (হি. স.) : সোমবার ভোররাতে শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান-২ উৎক্ষেপণের সাক্ষী থাকতে চলেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তার আগে রবিবাসরীয় সকালে তিরুমালার ভেঙ্কটেশ্বর এবং বালাজি মন্দিরে পুজো দিলেন ফার্স্ট সিটিজেন। পরিবারের সঙ্গে প্রচলিত রীতি মেনে প্রথমে পাহাড়ি তীর্থ ভগবান ভেঙ্কটেশ্বরের মন্দিরে এবং পরে বালাজির মন্দিরে পুজো দিয়েছেন রাষ্ট্রপতি কোবিন্দ। ২০১৭ সালের পর এই নিয়ে দ্বিতীয়বার তিরুমালার গুহা তীর্থে ভ্রমণ করলেন রাষ্ট্রপতি। 


এদিন তিরুমালায় পুজো দেওয়ার সময় রাষ্ট্রপতির সঙ্গে উপস্থিত ছিলেন অন্ধ্র প্রদেশের রাজ্যপাল ই এস এল নরসিংহ। সোমবার ভোররাতে শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান-২ উৎক্ষেপণ উপলক্ষ্যে দু-দিনের সফরে এদিনই অন্ধ্র প্রদেশে এসেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাঁর সঙ্গে এদিন পুজো দিলেন স্ত্রী সবিতা কোবিন্দ, পুত্র প্রশান্ত কুমার এবং কন্যা স্বাতী। মন্দিরের প্রধান পুরোহিত বেণুগোপাল দীক্ষিতুলুর উপস্থিতিতে পুজো দিয়েছেন তাঁরা।


 উল্লেখ্য, ১৫ জুলাই, সোমবার ভারতীয় সময় অনুযায়ী ভোররাত ২.৫১ মিনিটে নেল্লোরের শ্রীহরিকোটা মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে মহাকাশে পাড়ি দেবে চন্দ্রযান-২। সর্বাধিক মর্যাদাপূর্ণ এই মিশন চন্দ্রযান-২ -এর লক্ষ্য-৩ লক্ষ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার দূরে থাকা চাঁদ। সবকিছু ঠিকঠাক থাকলে চন্দ্রযান-২ চাঁদের মাটি ছোঁবে সেপ্টেম্বরের ৬ অথবা ৭ তারিখ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *