নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই ৷৷ সারা দেশের সাথে সাযুজ্য রেখে রাজ্যে লোক আদালত অনুষ্ঠিত হয়েছে৷ সারা রাজ্যে ৪৮টি আদালতে ৬,০১৮টি মামলা শুনানির জন্য নেওয়া হয়েছিল৷ কিন্তু, মাত্র ৭৯৫টি মামলার নিস্পত্তি হয়েছে৷ তাতে, ১ কোটি ৫২ লক্ষ ৭৫ হাজার ৪০৯ টাকা আদায় হয়েছে৷

এ-বিষয়ে ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ জানান, দীর্ঘ বিচার প্রক্রিয়া থেকে বিচারপ্রার্থীদের রেহাই দেওরার উদ্দেশ্যেই লোক আদালত অনুষ্ঠিত হয়৷ ইতিপূর্বেও রাজ্যে লোক আদালত অনুষ্ঠিত হয়েছে৷ তিনি বলেন, বাদী-বিবাদী পক্ষের সাথে মধ্যস্থতার মাধ্যমে মামলার নিস্পত্তির লক্ষ্যেই লোক আদালতের আয়োজন করা হয়ে থাকে৷ তিনি বলেন, সারা দেশেই আজ লোক আদালত অনুষ্ঠিত হচ্ছে৷ ইতিপূর্বে লোক আদালতে ভাল সাড়া মিলেছে৷
এদিন তিনি জানান, যান দূর্ঘটনা, বিবাহ বিচ্ছেদ, ব্যাঙ্ক ঋণ, বিএসএনএল-র বিল সহ বিভিন্ন ফৌজদারী মামলা, এমএসিটি মামলা, এনআই এ্যক্ট মামলা লোক আদালতে শুনানির মাধ্যমে নিস্পত্তির ব্যবস্থা করা হয়েছে৷ এক্ষেত্রে আদালতের পক্ষ থেকে আইনজীবী নিয়োগের মাধ্যমেও সহায়তা প্রদান করা হয়৷ তিনি বলেন, অনেক মামলাকারী টাকার অভাবে মামলা পরিচালনায় অসমর্থ হন৷ তাঁদের লোক আদালতে বিশেষ সহায়তা প্রদান করা হয়৷
এদিকে, ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সারা রাজ্যে ৪৮টি আদালতে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়েছে৷ তাতে, মোট ৬,০১৮টি মামলা নিস্পত্তির জন্য গ্রহণ করা হয়েছিল৷ তার মধ্যে ৭৯৫টি মামলা নিস্পত্তি হয়েছে৷ তাতে ১ কোটি ৫২ লক্ষ ৭৫ হাজার ৪০৯ টাকা আদায় হয়েছে৷

