নয়াদিল্লি, ১৩ জুলাই (হি.স.) : দিল্লির শাহদারার ঝিলমিল ইন্ডাস্ট্রিয়াল এলাকায় (ঝিলমিল কলোনি) অবস্থিত একটি রাবার ও হার্ডওয়ারের ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবারবর্গকে পাঁচ লাখ টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
এদিন ঘটনাস্থল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং শিল্পমন্ত্রী সত্যেন্দ্র জৈন। দমকল আধিকারিকেরা মুখ্যমন্ত্রীকে পরিস্থিতি সম্পর্কে অবগত করান। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অরবিন্দ কেজরিওয়াল বলেন, মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন প্রাণ হারিয়েছে। মৃতদের নাম হল-মঞ্জু, সঙ্গীতা এবং শোয়েব| দুইজনকের জীবন বাঁচানোর জন্য দমকল সমস্ত শক্তি লাগিয়ে দিয়েছিল। কিন্তু অপর তিন শ্রমিকের জীবন বাঁচাতে পারেনি। কুলিং প্রক্রিয়া এখনও চলছে। কি কারণে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ। অগ্নিকাণ্ডের ঘটনায় যারা প্রাণ হারিয়েছে, তাদের জন্য দুঃখিত। অগ্নিনির্বাপণ বিধি ভেঙে থাকলে ব্যবস্থা নেওয়া হবে। পাঁচ লাখ ক্ষতিপূরণ নিহতদের পরিবারবর্গকে দেওয়া হবে।
শনিবার সকালে ভয়াবহ আগুন লাগে ঝিলমিল এলাকার মানসরোবর পার্কের অবস্থিত একটি রাবার ও হার্ডওয়ারের ফ্যাক্টরিতে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের মোট ৩১টি ইঞ্জিন| কারখানার ভিতরে রাবারের মতো প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা| দমকল কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আয়ত্তে এসেছে আগুন| তবে, অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে দু’জন মহিলা-সহ মোট ৩ জনের| ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ জনের প্রাণহানির ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ)-র সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল| মাইক্রোব্লগিং সাইট টুইটারে অরবিন্দ কেজরিওয়াল লিখেছেন, ‘ঝিলমিল ইন্ডাস্ট্রিয়াল এলাকায় ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় দুঃখিত| প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও, আগুন নেভাতে যথাসাধ্য চেষ্টা করেছেন দমকল কর্মীরা|’
পুলিশ ও দমকল সূত্রের খবর, শনিবার সকাল ন’টা নাগাদ ঝিলমিল ইন্ডাস্ট্রিয়াল এলাকায় অবস্থিত একটি হার্ডওয়ার ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে| আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের মোট ৩১টি ইঞ্জিন| আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়| রাবার ফ্রাক্টরির গ্রাউন্ড ফ্লোরে প্রথমে আগুন লাগে, দ্রুত আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে উপরের তিনটি তলায়| সিঁড়ির সাহায্যে কারখানার ভিতরে ঢুকে আগুন নেভানোর চেষ্টা চালান দমকল কর্মীরা| এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩ জন| ডেপুটি কমিশনার অফ পুলিশ (শাহদারা) মেঘনা যাদব জানিয়েছেন, অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে দু’জন মহিলা ও একজন পুরুষের|