নাসা-তে গ্রেপ্তার সমাজদ্রোহী বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই ৷৷ ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে গ্রেপ্তার কুখ্যাত সমাজদ্রোহী বিপ্লব বিশ্বাস৷ বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়৷ বুধবার রাতে পশ্চিম জেলার জেলা শাসক কুখ্যাত সমাজদ্রোহী বিপ্লব বিশ্বাসের উপর নাসা প্রয়োগ করার নির্দেশ দেন৷ সেই মোতাবেক অভিযানে নামে পুলিশ৷ অবশেষে বৃহস্পতিবার বনিক্য চৌমুহনী এলাকার কুখ্যাত সমাজদ্রোহী বিপ্লব বিশ্বাসকে গ্রেপ্তার করে বোধজং নগর থানার পুলিশ৷

এদিন এন সি সি ও বোধজং নগর থানার পুলিশ তাঁর বাড়ীতে অভিযান চালায়৷ পুলিশি অভিযান টের পেয়ে পালিয়ে যায় এই কুখ্যাত সমাজদ্রোহী৷ পরে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়৷ তাঁর বিরুদ্ধে তোল্লা বাজি, অস্ত্র দেখিয়ে ভয় ভিতি প্রদর্শন , জমির দালালী, নিগোসিয়েশন বানিজ্য , এলাকায় ত্রাস সৃষ্টি করার একাধিক অভিযোগ রয়েছে৷ এন সি সি থানায় রেখে তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ৷ সহসাই আরো বেশ কয়েকজন কুখ্যাত সমাজদ্রোহীর বিরুদ্ধে নাসা প্রয়োগ করা হতে পারে বলে সূত্রের খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *