কাল রাজ্যে ৪৮টি লোকআদালত বসবে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই ৷৷ ৬,০১৮টি মামলার নিস্পত্তিতে ত্রিপুরায় আগামী ১৩ জুলাই ৪৮টি আদালতে লোকআদালত বসবে৷ ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে দ্বিতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে৷

আইনসেবা সদস্য আইনজীবী এস শর্মারায় জানিয়েছেন, জাতীয় লোক আদালতে ৬ হাজার ১৮টি মামলা নিপত্তির জন্য তোলা হবে৷ এর মধ্যে আছে মটর যান দুর্ঘটনায় ক্ষতিপূরণের মামলা, আপসযোগ্য বিরোধ, এনআই অ্যাক্ট, বিএসএনএল বিল সংক্রান্ত মামলা, ব্যাঙ্কের অনাদায়ী ঋণ, বৈবাহিক বিরোধ, দেওয়ানি মামলা ইত্যাদি৷ তিনি জানান, ওই মামলাগুলি ত্রিপুরা হাইকোর্ট-সহ রাজ্যের ৪৮টি আদালতে বসবে৷ তাঁর কথায়, ত্রিপুরা হাইকোর্টে লোক আদালত উপলক্ষে একটি কোর্ট বসবে৷ সেখানে যান দুর্ঘটনায় ক্ষতিপূরণ সংক্রান্ত ২২টি মামলা নিস্পত্তির জন্য তোলা হবে৷

তিনি আরও জানান, জাতীয় লোক আদালতে ব্যাঙ্ক ঋণ সংক্রান্ত ৩ হাজার ১৩৬টি, বিএসএনএল-এর বিল পরিশোধ সংক্রান্ত ২ হাজার ৩০০ মামলা নিস্পত্তির জন্য উঠবে৷ এ-সব মামলা পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত অভিযোগ৷ এছাড়া আদালতে চলমান ৫৮২টি মামলাও লোক আদালতে নিস্পত্তির জন্য তোলা হবে বলে জানিয়েছেন তিনি৷

শর্মারায় বলেন, ইতিমধ্যে মামলার পক্ষা-পক্ষকে নোটিশ দিয়ে জানানো হয়েছে৷ আদালতগুলিতে মামলার পক্ষা-পক্ষকে সহযোগিতা করতে আধা-আইনি স্বেচ্ছাসেবকরা (পিএলভি) থাকবেন৷ ত্রিপুরা রাজ্যে আইনসেবা কর্তৃপক্ষের দ্রুত ও বিনা আইনি খরচে মামলা নিস্পত্তির এই সুবিধা সংশ্লিষ্ট সবাইকে নিতে অনুরোধ করেছেন তিনি৷ সাথে আবেদন জানিয়েছেন, মামলার বিষয়ে কোনও নথি কারও নিয়োজিত আইনজীবীদের মাধ্যমে আগে জমা করে না থাকলে লোক আদালতে উপস্থিত হওয়ার সময় তা সঙ্গে নিয়ে আসতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *