নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১০ জুলাই৷৷ পা পিছলে পাওয়ার টিলারের কাঁচিতে আটকে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ বুধবার সকালে সিপাহিজলা জেলার বিশালগড় থানাধীন চেলিখলা নতুন বাজার এলাকায় ধানের জমিতে কাজ করার সময় পাওয়ার টিলারের কাঁচিতে আটকে ব্রজবাসী দেববর্মা (৫০)-র মৃত্যু হয়েছে৷ তাঁর দেহ ছিন্নভিন্ন হয়ে গিয়েছে৷ খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ছুটে গিয়ে মেকানিক ডেকে এনে তাঁর দেহ পাওয়ার টিলার থেকে বের করা হয়েছে৷
পুলিশ জানিয়েছে, ব্রজবাসী দেববর্মা পেশায় কৃষক৷ নিজের ধানের জমিতেই আজ সকালে কাজ করছিলেন তিনি৷ তখন ওই দুর্ঘটনাটি ঘটে৷ তাতে তাঁর মৃত্যু হয়েছে৷ প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, পাওয়ার টিলার চালু করে পাশে রাখা কোদাল নেওয়ার চেষ্টা করছিলেন তিনি৷ ওই সময় পা পিছলে পাওয়ার টিলারের কাঁচিতে আটকে যায় তাঁর দেহ৷ পাওয়ার টিলার চালু থাকায় তাঁর পুরো দেহ ভেতরে ঢুকে যায়৷ লোমহর্ষক ওই ঘটনার বর্ণনা দিতে গিয়ে শিউরে উঠেন স্থানীয় জনগণ৷ পাশের জমিতে কর্মরত জনৈক কৃষকের কথায়, কোনও কিছু বোঝে উঠার আগেই ব্রজবাসী দেববর্মার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়৷ সঙ্গে সঙ্গে থানায় খবর দেওয়া হলে, পুলিশ এসে পাওয়ার টিলার থেকে দেহ বের করার বন্দোবস্ত করে৷
পুলিশ জানিয়েছে, তাঁর দেহ পাওয়ার টিলার থেকে বের করার জন্য মেকানিক ডাকতে হয়েছে৷ মেকানিক এসে পাওয়ার টিলারের বিভিন্ন যন্ত্রাংশ আলাদা করে তার পর তাঁর দেহ বের করা হয়েছে৷ কর্তব্যরত পুলিশ অফিসার জানান, তাঁর দেহ উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালের মর্গে রাখা হয়েছিল৷ ময়না তদন্তের পর পরিবারের হাতে তাঁর মরদেহ তুলে দেওয়া হয়েছে৷
ব্রজবাসীর পরিবারের সদস্যরা বলেছেন, পাওয়ার টিলার চালানোর অভিজ্ঞতা ছিল তাঁর৷ কিন্তু, আজ এভাবে তাঁর মৃত্যু হবে বিশ্বাস করতে পারছেন পরিবার পরিজনেরা৷ এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷