নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই৷৷ ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচনে বিরোধী দল সিপিআইএম’র প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে পশ্চিম জেলার জেলাশাসকের কাছে সোমবার ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে সিপিআইএম পশ্চিম জেলা কমিটি৷ জেলা কমিটির সম্পাদক পবিত্র করের নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করে এই দাবি জানিয়েছেন৷ জেলা শাসক প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন৷ আগামী ২৭ জুলাই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভোট গ্রহণ৷ ইতিমধ্যেই মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ শেষ হয়ে গেছে৷
শাসক দলের দমনপীড়ন ও রক্তচক্ষুর ভয়ে বিরোধী দলের প্রার্থীরা অনেক ক্ষেত্রেই প্রার্থী দিতে পারেনি৷ ভয়ভীতি উপেক্ষা করেও যেসব আসনে বিরোধীরা প্রার্থী দিয়েছেন৷ সেইসব আসনের প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জোড়ালো দাবি উঠেছে৷ সিপিআইএম’র পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে রাজ্যে গণতন্ত্রকে ধবংস করে দেওয়ার জন্য শাসক দল বিরোধীদের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়ার চক্রান্তে লিপ্ত হয়েছে৷ এ রাজ্যের ইতিহাসে এ ধরনের নজির নেই বলেও তারা উল্লেখ করেন৷ রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অবাধ ও সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তার দাবি জানিয়েছেন বিরোধী দল৷
সাংবাদিকদের প্রশ্ণের উত্তরে সিপিআইএম পশ্চিম জেলার সম্পাদক পবিত্র কর বলেন, রবিবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের দক্ষিণ চন্দ্রপুরে বিজেপি’র বাইক বাহিনী প্রার্থীদের সমর্থনে প্রচার চালাতে যায়নি৷ ওই এলাকায় সিপিআইএম’র প্রার্থীরা যাতে মনোনয়ন পত্র জমা দিতে না পারে এবং যারা জমা দিয়েছে তারা যাতে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেয় সেজন্য চাপ সৃষ্টি করতেই বিজেপি’র বাইক বাহিনী সেখানেই হানা দিয়েছিল বলে জানান পবিত্র কর৷
দক্ষিণ চন্দ্রপুর এলাকায় সিপিএম’র যথেষ্ট শক্তি রয়েছে৷ তাই ওই এলাকার দলীয় কর্মী সমর্থকরা পাল্টা জবাব দিয়েছে বলে অভিমত ব্যক্ত করেছেন পবিত্র কর৷ সেখানে কোনও সুবিধা করতে না পেরে শাসক দল ধর্মনগর জেলা সদরে সিপিআইএম’র জেলা ও মহকুমা অফিসে হামলা ও ভাঙচুর চালিয়েছে৷ অসুস্থ প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত এবং পুরপরিষদের চেয়ারম্যান শক্তিপ্রসন্ন ভট্টাচার্যকে পিটিয়ে জখম করেছে৷ এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি৷ অভিযুক্তদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি ও দাবি জানিয়েছেন তিনি৷