জম্মু, ৯ জুলাই (হি. স.) : অমরনাথ যাত্রার নবম দিনে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে অমরনাথের উদ্দেশ্যে রওনা দিলেন ৫৯৬৪ জন তীর্থযাত্রী। জম্মুর ভগবতীনগর বেসক্যাম্পে প্রচলিত পুজো সেরে বালতাল এবং পহেলগামের বেসক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাঁরা। ঐতিহ্যবাহী তীর্থযাত্রার নবম দলে ২৫৪ টি গাড়ির কনভয়ে রওনা দিয়েছেন তীর্থযাত্রীরা। পথে রামবান জেলার কাছে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ায় বেশ কিছুক্ষণ বন্ধ ছিল যাত্রা, পরে রাস্তা পরিষ্কার করে ফের শুরু হয়েছে তীর্থযাত্রা।
বাইক সহ পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কনভয়ে বাস ও গাড়িতে রওনা দিয়েছে এই নবম দলটি। দক্ষিণ কাশ্মীর হিমালয়ের ৩৮৮০ মিটার উঁচুতে অমরনাথ গুহা। প্রতিবছরই হাজার হাজার পূণ্যার্থী এই অমরনাথ যাত্রা করেন। মূলত দুটি প্রধান পথে বালতাল এবং পহেলগামের রাস্তা ধরেই এই তীর্থের যাত্রাপথ। এই পথে জঙ্গিদের নাশকতার ঝুঁকি এড়াতে যাত্রাপথে টহল দিচ্ছে সিআরপিএফ। এদিন যাত্রাপথের নিরাপত্তা বিষয়ে রাজ্যপাল সত্যপাল মালিকের সঙ্গে দেখা করেন সিআরপিএফ-এর এডিজি জুলফিকার হাসান। যাত্রাপথের নিরাপত্তায় সিআরপিএফ-এর ভূমিকার প্রশংসা করে সর্বস্তরের কড়া নিরাপত্তা ব্যবস্থার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। আগামী ১৫ অগাস্ট রাখী বন্ধন উৎসবের সঙ্গে শেষ হবে ৪৬ দিনের এই বার্ষিক পবিত্র তীর্থযাত্রা। যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ৪০,০০০ নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সেনাবাহিনী, সিআরপিএফ, জম্মু ও কাশ্মীর রাজ্য পুলিশও রয়েছে। ইতিমধ্যে, এ বছরের তীর্থযাত্রী সংখ্যা সোমবারই ১ লক্ষ ছাড়িয়েছে।