নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই ৷৷ ত্রিপুরা খাদি বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েই প্রধানমন্ত্রী মোদীর স্বপকে বাস্তবায়নে অঙ্গিকার করলেন বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য্য৷ তাঁর মতে, প্রধানমন্ত্রীর স্বপ পূরণে খাদি হোক ছোট শিল্পপতিদের ভরসা৷ তাঁর কথায়, আজ সাধারণ বাজেটেও খাদিকে প্রাধান্য দেওয়া হয়েছে৷ কারণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইছেন খাদিকে কেন্দ্র করে ছোট শিল্পপতিরা উপকৃত হোক৷
আজ ত্রিপুরা খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের দায়িত্ব নেন বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য্য৷ এছাড়া বোর্ড অব ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিয়েছেন গৌরাঙ্গ পাল, রূপক অধিকারি, জয়কিশোর জমাতিয়া, শম্ভু মানিক এবং রঞ্জন সিনহা৷ রাজীববাবু বলেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তাঁর উপর ভরসা করেছেন৷ খাদি বোর্ডের দায়িত্ব তাঁর কাঁধে তুলে দিয়েছেন৷ সেই দায়িত্ব পালনে কঠোর পরিশ্রমে পিছুপা হবেন না বলে জানান তিনি৷
তাঁর কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপকে বাস্তবায়নে কোন কসুর রাখব না৷ তিনি বলেন, আজ বাজেটে খাদি প্রাধান্য পেয়েছে৷ কারণ, প্রধানমন্ত্রী চাইছেন খাদিকে কেন্দ্র করে শিল্পোদ্যোগীদের উৎসাহিত করা হোক৷ রাজীববাবুর দাবি, লঘু উদ্যোগ বৃদ্ধির লক্ষ্যে খাদিকে গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় সরকার৷ তিনি মনে করেন, খাদিকে ভর করে ছোট শিল্পপতিরা উপকৃত হবেন৷
তিনি বলেন, ত্রিপুরায় খাদির শ্রীবৃদ্ধিতে রূপরেখা সমস্ত স্তরে বিস্তার লাভ করার বিষয়টি সুনিশ্চিত করা হবে৷ শুধু তাই নয়, কর্মসংসৃকতি তৈরির চেষ্টা হবে৷ কারণ, ত্রিপুরার মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়নে খাদির অংশিদার চাইছেন৷ সেই লক্ষ্যে কাজ করা হবে, বলেন তিনি৷
এদিন তিনি জানান, বিগত দিনে খাদি বোর্ডের দূর্নীতির ঘটনায় তদন্ত করা হবে৷ দূর্নীতিবাজদের কোনভাবেই রেহাই দেওয়া হবে না৷ তাঁর দাবি, দূর্নীতির সাথে যুক্তদের অবশ্যই শাস্তি দেওয়া হবে৷ কারণ, কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরা সরকার দূর্নীতিকে প্রশ্রয় দেয় না৷ তাই, দূর্নীতিবাজদের সাথে কোন আপোষ করা হবে না৷