BRAKING NEWS

রাজ্যে ম্যালেরিয়া নিয়ন্ত্রণে তবুও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই ৷৷ রাজ্যে ম্যালেরিয়া নিয়ন্ত্রণে সাফল্য মিলেছে৷ তবে এখনই আত্মসন্তুষ্টির কারণ নেই বলে দাবি করেছে বিজেপি৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে দলের প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য দাবি করেছেন, গত ছয় বছরের তথ্য খতিয়ে দেখে প্রমাণিত হয়েছে, ম্যালেরিয়া নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে৷ তবুও, ত্রিপুরায় বিভ্রান্তি ছড়ানো হচ্ছে৷ তাই সকলকে সতর্ক করেছেন তিনি৷
এদিন তিনি বলেন, রাজ্যে প্রতি বছর নির্দিষ্ট সময়ে ম্যালেরিয়ার প্রকোপ বাড়ে৷ অতীতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে প্রচুর মৃত্যুর ঘটনাও ঘটেছে৷ কিন্তু, এখন ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা অনেক কমেছে৷
নবেন্দুর কথায়, পূর্বতন সরকারের আমলে কেন্দ্রীয় নির্দেশিকা পালন করা হত না, তাই ম্যালেরিয়ায় মৃত্যু-মিছিল দেখা যেত৷ তিনি বলেন, এখন কেন্দ্রীয় নির্দেশিকা মেনে মৃত্যু-মিছিল থামানো গিয়েছে৷ এমন-কি ম্যালেরিয়াও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে৷


এক তথ্য তুলে ধরে নবেন্দু বলেন, চলতি বছরে এখন পর্যন্ত ৪,২৬২ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন৷ তার মধ্যে ১ শিশুর মৃত্যু হয়েছে৷ তিনি জানান, জানুয়ারিত ২৭২ জন, ফেব্রুয়ারিতে ১২৫ জন, মার্চে ১৬৬ জন, এপ্রিলে ৪৩০ জন, মে মাসে ১,১০৪ জন এবং জুনে ২,১৬৫ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন৷ তাঁর কথায়, এ-বছর ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা বিগত বছরের তুলনায় অনেক কম৷ তাঁর দাবি, ২০১৪ সালে ৫১ হাজার ২৪০ জন, ২০১৫ সালে ৩২ হাজার ৫২৫ জন, ২০১৬ সালে ১০ হাজার ৫৪৬ জন, ২০১৭ সালে ৭ হাজার ৪৯ জন এবং ২০১৮ সালে ১৩ হাজার ৭৯ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন৷
নবেন্দু আরও জানান, এখন পর্যন্ত ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে বর্ণমালা ত্রিপুরা (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে৷ তিনি বলেন, গত ১৪ জুন তার রক্তের নমুনায় ম্যালেরিয়ার জীবাণু পাওয়া যায়নি৷

কিন্তু তার জ্বর কমছিল না৷ তাই, ১৮ জুন বিএসএফ ক্যাম্পে পুনরায় তার রক্তের নমুনা পরীক্ষা করা হয়৷ তখন তার শরীরে ম্যালেরিয়ার জীবাণু পাওয়া যায়৷ সঙ্গে সঙ্গে তাকে ছামনু হাসপাতালে ভরতি করা হয়৷ কিন্তু, চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে৷
নবেন্দুর কথায়, ত্রিপুরায় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ হলেও একাংশ মহল বিভ্রান্তি ছড়াচ্ছে৷ তিনি তাদের সতর্ক করে বলেন, সত্য খবর ছড়ানো হোক, কিন্তু বিভ্রান্তি ছড়িয়ে জনমনে অস্থিরতা কায়েম করা উচিত নয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *