জয়ললিতার মৃত্যু রহস্যজনক, দাবি পানিরসেলভমের

চেন্নাই, ৪ জুলাই (হি.স.) : তামিলনাডুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যু রহস্যজনক। বৃহস্পতিবার এমনই দাবি করলেন রাজ্যের বর্তমান উপ-মুখ্যমন্ত্রী ও পানিরসেলভম। পাশপাশি তিনি এও দাবি করেন যে হাসপাতালে থাকাকালীন তিনি জয়ললিতাকে দেখেননি। 

এদিন পানিরসেলভম বলেন, আম্মার(জয়ললিতা) মৃত্যু রহস্যজনক। তাই তদন্তে দাবি করেছিলাম। হাসপাতালে যখন তিনি ভর্তি ছিলেন, তখন তাঁকে আমি দেখিনি। 

পাশাপাশি জয়ললিতার মৃত্যুকে ঘিরে যে রহস্য তৈরি হয়েছিল তা সমাধান করত আরুমুঙ্গাস্বামী কমিশন গঠন করা হয়েছিল। এই নিয়ে পানিরসেলভমকে কমিশনের সামনে হাজির থাকাতে বলা হয়েছিল। কিন্তু তিনি কোনওবারই কমিশনে হাজিরা দেননি। এই প্রসঙ্গে পানিরসেলভম বলেন, কমিশনের তরফে চারবার আমায় তলব করা হয়। কিন্তু কোনওবারই কাজের চাপে যাওয়া হয়ে ওঠেনি। পরের বার ডাকলে অবশ্যই যাব। 
উল্লেখ্য জয়ললিতার মৃত্যু রহস্য সমাধানের কাজ কত দূর সম্প্রতি তামিলনাডু সরকারের কাছে তা জানতে চায় সুপ্রিম কোর্ট। এর জন্য বাড়তি আরও সময় চেয়ে নেয় রাজ্য সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *