মহারাষ্ট্রের রত্নাগিরিতে বাঁধ ভেঙে মৃত্যু ১৬ জনের, নিখোঁজ আরও ৮ জন

রত্নাগিরি (মহারাষ্ট্র), ৪ জুলাই (হি.স.): মহারাষ্ট্রের রত্নাগিরি জেলায় তিওয়ারে নদীবাঁধ ভেঙে পড়ার ঘটনায় ২৪ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে| তবে, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ১৬ জনের দেহ উদ্ধার করা হয়েছে| এখনও নিখোঁজ রয়েছেন আরও ৮ জন| বুধবার রাত পর্যন্ত তিওয়ারে বাঁধ ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা ছিল ১১ জন| ৱুধবার রাত থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তল্লাশি চালানোর পর উদ্ধার করা হয়েছে আরও পাঁচটি দেহ| সবমিলিয়ে তিওয়ারে বাঁধ ভেঙে ১৬ জনের মৃত্যু হয়েছে| মৃতদের মধ্যে কয়েকজনের পরিচয় জানা গিয়েছে, তাঁরা হলেন-চন্দ্রভাগা চাবন (৭৫), আত্মারাম চাবন (৭৫), পাণ্ডুরঙ্গ (৫৫), শারদা (৪৪), দশরথ (২০), সন্দেশ ধাঢ়ভে (১৮), নন্দরাম (৫৫), বৈষ্ণবী (২০), অনুসায়া (৭০), রবীন্দ্র (৪৫), রাকেশ (৩০), সুনীল পওয়ার (৩৩) এবং রুতুজা চাবন (২৬)| উদ্ধারকারী দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তিওয়ারে গ্রাম থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে উদ্ধার হয় রুতুজার মরদেহ|

প্রবল জলস্রোতে মঙ্গলবার রাতে আচমকাই ভেঙে যায় রত্নাগিরি জেলার চিপলুন তালুকার তিওয়ারে বাঁধ| বাঁধটি ভেঙে বন্যা পরিস্থিত তৈরি হয় সাতটি গ্রামে| ভেঙে যায় নীচু এলাকার অন্ততপক্ষে ১২টি বাড়ি| জলের স্রোতে তলিয়ে যান ২২-২৪ জন| তাঁদের মধ্যেই এখনও পর্যন্ত ১৬ জনের দেহ উদ্ধার করা হয়েছে| এখনও নিখোঁজ রয়েছেন আরও ৮ জন| বৃহস্পতিবার উদ্ধারকারী দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘রাতভর উদ্ধারকাজ চালিয়ে আরও পাঁচটি দেহ উদ্ধার করা হয়েছে| দেহগুলি জলে অথবা ঝোপের ভিতরে পড়ে ছিল|’ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *