BRAKING NEWS

পরিবেশ বান্ধব ভ্রমণ কর্মসূচির সূচনা রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই ৷৷ রাজ্যে পরিবেশ বান্ধব ভ্রমণ-২০১৯ কর্মসূচির সূচনা করলেন বনমন্ত্রী মেবারকুমার জমাতিয়া৷ যুব বিকাশ কেন্দ্র এবং নিফা-র যৌথ উদ্যোগে এই কর্মসূচি সারা ত্রিপুরায় বাস্তবায়িত হবে৷ আজ সবুজ পতাকা নাড়িয়ে সূচনা করেন বনমন্ত্রী৷


মূলত, সামাজিক দায়বদ্ধতার তাগিদে নিফা এবং যুব বিকাশ কেন্দ্র সারা ত্রিপুরায় এই ভ্রমণের মাধ্যমে বিভিন্ন সচেতনতামূলক শিবির আয়োজিত করবে৷ এই শিবিরে বৃক্ষরোপণ এবং এর রক্ষণাবেক্ষণ, প্লাস্টিক ব্যবহার বন্ধ, জলের অপচয় বন্ধ করা বৃষ্টির জল সংরক্ষণ করা ইত্যাদি বিষয়ে মূল আলোচনা হবে৷


যুব বিকাশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি দেবাশিস মজুমদার জানিয়েছেন, পরিবেশ বান্ধব ভ্রমণ-২০১৯ কর্মসূচীর অন্তর্গত সারা ত্রিপুরায় ১,১১১ কিলোমিটার পথ অতিক্রম করা হবে৷ পাশাপাশি, ১১ হাজার ১১১টি চারা গাছ লাগানো এবং বিতরণ করা হবে৷ শুধু তা-ই নয়, সারা রাজ্যে ১১১টি আলোচনা শিবিরেরও আয়োজন করা হবে৷


তিনি জানান, আগরতলা থেকে শুরু করে রাজ্যের প্রত্যেকটি জেলা সদর, মহকুমা সদর পরিক্রমা করা হবে এবং রাজ্যের বিভিন্ন বিদ্যালয়, কলেজ এবং সামাজিক সংস্থার সাথে মিলে এই কর্মসূচি সফল করা হবে৷


এ-বিষয়ে বনমন্ত্রী মেবারকুমার জমাতিয়া বলেন, ত্রিপুরা সরকার সবুজ ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্য নিয়েছে৷ পরিবেশ দূষণের হাত থেকে বাঁচতে এই উদ্যোগ খুবই জরুরি বলে তিনি মনে করেন৷ তিনি জানান, ত্রিপুরায় ৩৭ লক্ষ জনসংখ্যা৷ প্রত্যেকে একটি করে গাছ লাগালে সারা ত্রিপুরায় ৩৭ লক্ষ বৃক্ষরোপণ সম্ভব হবে৷ তাতে, পরিবেশ নির্মল হবে৷ তাঁর কথায়, এই কর্মসূচি সফলভাবে রূপায়ণে ত্রিপুরা সরকার সবরকম সহায়তা করবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *