BRAKING NEWS

গাঙ্গাইল রোডে দুঃসাহসিক চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷ রাজধানী আগরতলা শহর এলাকায় নিশি কুটুম্বদের দৌরাত্ম ক্রমাগত বেড়ে চলেছে৷ গাঙ্গাইল রোডে রামকৃষ্ণ মিশন রোড এলাকায় গত রাতে একটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ দোকানের পেছন দিকে টিনের বেড়া কেঁটে ভিতরে প্রবেশ করে চোরেরা৷ দোকান থেকে প্রায় ২০ হাজার টাকার সামগ্রি হাতিয়ে নিয়ে গেছে৷

সোমবার সকালে দোকান খোলার পর দোকান মালিকের মাথায় বাজ পড়ার উপক্রম হয়৷ বিষয়টি তিনি সঙ্গে সঙ্গে পশ্চিম থানার পুলিশকে জানান৷ পুলিশ ঘটনার তদন্ত করলেও চোরদের টিকির নাগালও পাননি৷ দোকান মালিক সুভাষ চন্দ্র পাল অভিযোগ করেছেন রাতে ঐ এলাকায় পুলিশ টহলের কোন ব্যবস্থা নেই ৷ ফলে প্রায়ই চুরির ঘটনা ঘটে চলেছে৷ রাত্রিকালীন পুলিশি টহলের দাবি জানিয়েছেন এলাকাবাসী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *