আগরতলায়-দেওঘর এক্সপ্রেস থেকে সাড়ে তিন লক্ষ টাকার গাঁজাসহ গ্রেপ্তার পাচারকারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন৷৷ আবারও আগরতলা রেলস্টেশন থেকে বহিঃরাজ্যে পাচারকালে ট্রেন থেকে বিপুল পরিমাণের গাঁজা বাজেয়াপ্ত করেছে জিআরপি৷ এর সঙ্গে জড়িত অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে৷ বাজেয়াপ্তকৃত গাঁজাগুলির বাজারমূল্য আনুমানিক সাড়ে তিন লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন আগরতলার জিআরপিএফ থানার ওসি কপিল দাস৷


প্রতিদিনের মতো শনিবার রাত প্রায় ১০টায় আগরতলা রেলস্টেশনে ‘দেওঘর এক্সপ্রেস’-এর রুটিন তালাশি চালান জিআরপি-র জওয়ানরা৷ তল্লাশি অভিযানে জিআরপি জওয়ানরা ট্রেনের একটি জেনারেল শ্রেণির কামরায় সন্দেহজনক কয়েকটি ব্যাগ দেখেন৷ সন্দেহের বশে তাঁরা ব্যাগগুলির মালিকের সন্ধানে আশপাশের যাত্রীদের জিজ্ঞাসাবাদ করেন৷ তখন এক যুবকের কথাবার্তায় কিছু অসংলগ্ণ টের পেয়ে অভিযানকারীরা ব্যাগে তল্লাশি চালান৷ তালাশিতে ব্যাগগুলি থেকে গাঁজার কয়েকটি প্যাকেট উদ্ধার হয়৷
এর পর যুবককে সঙ্গে নিয়ে গাঁজা-ভরতি ব্যাগগুলি ট্রেন থেকে নামিয়ে নিয়ে যান স্টেশনে জিআরপি থানায়৷ এই প্যাকেটগুলিতে মোট ৭১ কেজি গাঁজা ছিল৷

এগুলোর বর্তামন বাজারমূল্য প্রায় ৩.৫ লক্ষ টাকা বলে জানিয়েছেন জিআরপিএফ থানার ওসি কপিল দাস৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত যুবককে বছর ২৪-এ মণীষকুমার সিং বলে পরিচয় পাওয়া গেছে৷ তার বাড়ি বিহারের মধুপুরা জেলায় বলে সে নাকি জানিয়েছে৷


আগরতলা জিআরপি ওসি কপিল দাস জানিয়েছেন, আজ তাকে আদালতে তুলে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে৷ সন্দেহ করা হচ্ছে, তার সঙ্গে আন্তর্জাতিক মাদক পাচারচক্রের যোগযোগ রয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *