নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন৷৷ ‘এক কদম স্বচ্ছতা কি অউর’৷ প্রধানমন্ত্রীর এই মন্ত্রে দীক্ষিত হয়েই রাজ্যে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সুস্বাস্থ্যের জন্য স্বচ্ছ শৌচালয় কর্মসূচী হাতে নিয়েছে বিজেপি-আইপিএফটি জোট সরকার৷ পঞ্চায়েত উন্নয়ন খাতে অব্যায়িত অর্থ দিয়ে সারা ত্রিপুরায় ৪২০০ বিদ্যালয় পরিস্কার রাখার পরিকল্পনা নিয়ে শিক্ষা দপ্তর৷ তাতে বাড়বে কর্মসংস্থানেরও সুযোগ৷ কারণ, ওই বিদ্যালয়গুলিতে শৌচালয় পরিস্কার রাখার জন্য চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে৷

এ-বিষয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, রাজ্যের বিদ্যালয়গুলিতে শৌচালয় রয়েছে৷ কিন্তু, অধিকাংশই ব্যবহারযোগ্য নয়৷ ফলে, ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে গিয়ে সমস্যার মুখে পড়তে হচ্ছে৷ বিশেষ বালিকা বিদ্যালয়গুলিরবড়ই করুণ দশা৷ তিনি জানান, প্রত্যেকটি বিদ্যালয়ে জলের সুবন্দোবস্থ রয়েছে৷ কিন্তু, কেবলমাত্র নজরদারী এবং রক্ষনাবেক্ষনের অভাবে শৌচালয়গুলি অকেজো হয়ে পড়ে রয়েছে৷ তাই, বিদ্যালয়ে স্বচ্ছ শৌচালয়ের কর্মসূচী হাতে নেওয়া হচ্ছে৷
তিনি বলেন, পূর্বতন সরকারের আমল থেকেই দীর্ঘ বছর ধরে পঞ্চায়েত উন্নয়ন খাতে প্রচুর টাকা অব্যয়িত রয়েছে৷ ওই টাকা এখন বিদ্যালয়গুলিতে শৌচালয় পরিস্কারের জন্য ব্যবহার করা হবে৷ তাঁর কথায়, পঞ্চায়েত উন্নয়ন খাতে অব্যয়িত অর্থ দিয়ে ৪২০০ বিদ্যালয়ে শৌচালয় পরিস্কার রাখা হবে৷ এক্ষেত্রে, বিদ্যালয়ের প্রধন্ন শিক্ষককে দায়িত্ব দেওয়া হবে চুক্তিভিত্তিক সাফাই কর্মী নিয়োগ করা জন্য৷ তিনি বলেন, প্রতিদিন তিনবার শৌচালয় পরিস্কার করতে হবে৷ তার জন্য প্রয়োজনীয় জিনিষপত্রও সরকার ক্রয় করে দেবে৷
তাঁর দাবি, এই কর্মসূচী শুরু হলে একদিকে শৌচালয় পরিস্কার পরিচ্ছন্ন থাকবে, অন্যদিকে প্রচুর মানুষের কর্মসংস্থান হবে৷ তাঁরা মাসে ন্যুনতম ৭ থেকে ৯ হাজার টাকা উপার্জন করতে পারবেন৷

