নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন৷৷ কলেজে ভর্তি হতে এসে শ্লীলতাহানির শিকার হয়েছেন এক ছাত্রী৷ এই ঘটনায় কলেজের অধ্যক্ষের কাছে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনার দাবি জানিয়েছে ছাত্র সংগঠন এভিবিপি ৷ পশ্চিম ত্রিপুরা জেলা সদর আগরতলার বিবিএম কলেজে এভিবিপি শাখা সম্পাদক জয় দেব জানিয়েছেন, গত ২৬ জুন জনৈক ছাত্রী কলেজে ভর্তি হতে এসে শ্লীলতাহানির শিকার হয়েছেন৷
তাঁর দাবি, কলেজেরই ছাত্র এই ঘটনার সাথে যুক্ত৷

কিন্তু, তার পরিচয় জানাতে পারছে না পীড়িতা ছাত্রী৷ জয় বলেন, ছাত্রীর মা-র অভিযোগে এভিবিপি-র পক্ষ থেকে সেদিনের ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনার জন্য অধ্যক্ষের কাছে দাবি জানিয়েছি ৷ জয় দেব বলেন, সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা যাচ্ছে, পুরো মাসের মধ্যে কেবল ঘটনার দিনের ফুটেজ মুছে গিয়েছে ৷ ওই দিনের কোনও ফুটেজ হার্ডডিস্কে নেই৷ তাতেই সন্দেহ বেড়েছে, হয়তো উদ্দেশ্যমূলকভাবে ওই দিনের ফুটেজ কেউ মুছে ফেলেছে৷
তাঁর কথায়, ফুটেজ মুছে যাওয়ার বিষয়টি অধ্যক্ষের দৃষ্টিতে নেওয়া হয়েছে ৷ পাশাপাশি, ওই ফুটেজ উদ্ধারের দাবি জানিয়েছি৷ তাঁর বক্তব্য, কলেজে ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় যুক্ত ছাত্রের শাস্তির ব্যবস্থা করতেই হবে ৷ নয়তো, এভাবে কেউ দোষ করেও সাজা না দেওয়া হলে, ক্রমেই কলেজের পরিবেশ কলুষিত হবে ৷ তাঁর হুঁশিয়ারি, সিসিটিভি ফুটেজ উদ্ধার না হলে বৃহত্তর আন্দোলনে যাবে এভিবিপি ৷ প্রয়োজনে কলেজে ধর্মঘটও পালন করা হতে পারে ৷ এদিকে, বিবিএম কলেজের অধ্যক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন বলে ছাত্র সংগঠনকে আশ্বাস দিয়েছেন ৷